তাইওয়ানে ট্রেনে বিস্ফোরণ, আহত অন্তত ২১
Web Desk, ABP Ananda | 07 Jul 2016 04:51 PM (IST)
তাইপেই: তাইওয়ানের রাজধানী তাইপেই-তে ট্রেনে বিস্ফোরণ। ঘটনায় অন্তত ২১ জন যাত্রী গুরুতর জখম হয়েছেন বলে খবর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের ঠিক আগে এক ব্যক্তি একটি ব্যাগ রেখে ট্রেন থেকে নেমে যায়। এরপরেই তিনটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। সংশ্লিষ্ট কামরাটিতে আগুন ধরে যায়। নাশকতা কি না খতিয়ে দেখা হচ্ছে। তাইপেই প্রশাসন সূত্রে খবর, স্থানীয় সময় অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ সিন্চু থেকে কিলঙ্গগামী একটি প্যাসেঞ্জার ট্রেন সঙ্গশান স্টেশনে ঢোকামাত্রই বিস্ফোরণ ঘটে। আগুন ধরে যায় ট্রেনের ৬ নম্বর কোচে। আতঙ্কে স্টেশনে দাঁড়ানো যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। সিল করে দেওয়া হয় স্টেশন। বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল। এই প্রথম তাইওয়ানে এই ধরনের বিস্ফোরণ ঘটল। এই ঘটনার নেপথ্যে জঙ্গিদের হাত রয়েছে কি না খতিয়ে দেখছে তাইওয়ান পুলিশ।