আইএস ভিডিওতে হুমকিদাতাদের একজন বাংলাদেশের মডেলের প্রাক্তন স্বামী
ABP Ananda, web desk | 08 Jul 2016 03:54 AM (IST)
ঢাকা: জঙ্গি সংগঠন আইএসআইএসের নয়া হুমকি ভিডিওতে যে তিন বাংলাদেশি তরুণকে দেখা গিয়েছে তাদের পরিচয় জানা গেছে। তাদের মধ্যে একজন দন্ত চিকিত্সক, একজন উঠতি গায়ক এবং একজন ম্যানেজমেন্ট ছাত্র। সরকারি সূত্রে এ খবর জানা গেছে। ঢাকার গুলশনে নারকীয় জঙ্গি হামলার পর নয়া একটি ভিডিও প্রকাশ করে আইএস। ওই ভিডিওতে বাংলা ভাষায় তিন জঙ্গিকে নতুন করে হামলা চালানোর হুমকি দিয়ে দেখা গিয়েছে। ওই ভিডিওতে যে তিনজনকে দেখা গিয়েছে তাদের মধ্যে রয়েছে দন্ত চিকিত্সক তুষার। সে আর্মি মেজর ওয়াশিকুর আজাদের ছেলে। গত দু বছর ধরে সে নিখোঁজ। অ্যাডামজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে মাধ্যমিক পাশের পর রাজুক উত্তরা কলেজ থেকে সে উচ্চমাধ্যমিক পাশ করে। বাংলাদেশের মডেল নাইলা নইমের সঙ্গে ২০১১ তে বিয়ে হয় তার। যদিও পরে দুজনের বিচ্ছেদ হয়ে যায় বলে একটি বাংলাদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত নিবন্ধে বলা হয়েছে। ভিডিওতে দ্বিতীয় ব্যক্তির নাম তৌসিফ হুসেন। আরবিক ঢঙে মাথায় কাপড় ঢেকে যাকে দেখা যাচ্ছে তাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিস্টিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এর প্রাক্তন পড়ুয়া সে। কোর্স সম্পূর্ণ না করেই সে পড়াশোনা ছেড়ে দেয়। তাকে এর আগে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। এরপর তার পরিবার তাকে অস্ট্রিয়া পাঠিয়ে দেয়। যদিও সে অস্ট্রিয়াতে যায়নি বলে তার বন্ধুরা জানিয়েছে। ভিডিও-র তৃতীয় তরুণ তাহমিদ রহমান শফি। ১৯৯৫-এ এনটিভি-র রিয়েলিটি মিউজিশ শো-এর ১০ ফাইনালিস্টের মধ্যে একজন ছিল সে। ২০১১-তে গ্রামীন ফোনের চাকরি থেকে ইস্তফা দেয় সে। বাংলাদেশের প্রাক্তন নির্বাচন কমিশনার শফিউর রহমানের ছেলে তাহমিদ। তার প্রাক্তন সহকর্মী ও নটোর ডাম কলেজের সহপাঠীরা এ কথা জানিয়েছে। ভিডিও তিন জঙ্গিকেই বাংলা ভাষায় হুমকি দিতে দেখা গিয়েছে। একমাত্র তাহমিদ ইংরেজিতে কথা বলেছে। গত মঙ্গববার ওই ভিডিও প্রকাশ করা হয়।