বাংলাদেশে ধৃত ৪ মহিলা জঙ্গি
Web Desk, ABP Ananda | 24 Jul 2016 11:48 AM (IST)
ঢাকা: জঙ্গিগোষ্ঠী জামাতুল মুজাহিদিন (জেএমবি)-এর চার সন্দেহভাজন মহিলা সদস্যকে গ্রেফতার করল বাংলাদেশ পুলিশ। এদিন রাজধানী ঢাকায় পুলিশের এক শীর্ষ আধিকারিক এই খবর জানান। তিনি বলেন, দেশের উত্তরপশ্চিমে শিরাজগঞ্জ জেলায় জঙ্গিগোষ্ঠীর একটি গোপন ডেরায় হানা দিয়ে ওই চারজনকে গ্রেফতার করা হয়। সেখান থেকে গ্রেনেড তৈরি করার সামগ্রী, ৬টি দেশী বোমা এবং প্রচুর জেহাদি বই বাজেয়াপ্ত করা হয়েছে। মাত্র কয়েকদিন আগেই এক মহিলা জঙ্গিকে আটক করেছিল বাংলাদেশ পুলিশ। জানা যায়, গত ১ জুলাই ঢাকার গুলশনে হোলি আর্টিসান কাফেতে হামলাকারীদের মধ্যে একজনের সঙ্গে পরিচয় ছিল ওই মহিলার। সম্প্রতি, বাংলাদেশের অপরাধ-দমন বাহিনী Rab ... অ্যাকশন ব্যাটালিয়ন () একটি ভিডিও প্রকাশ করে। সেখানে হামলাকারীদের সঙ্গে ওই মহিলাও ছিল। পুলিশের অনুমান, হামলায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন ধৃত মহিলা।