বালুচিস্তানে দরগায় বিস্ফোরণ, হত ৪৩, দায় স্বীকার আইএস-এর
Web Desk, ABP Ananda | 12 Nov 2016 08:22 PM (IST)
ইসলামাবাদ: অশান্ত বালুচিস্তানে ফের বিস্ফোরণ। পাকিস্তানের ডন নিউজ-এর খবর, সেখানকার খুজদার জেলায় শাহ নোরানি দরগায় ‘ধামাল’ সুফি নৃত্য চলার মধ্যেই তীব্র বিস্ফোরণ হয়। সেখানে উপস্থিত ছিলেন বহু ভক্ত। আকস্মিক বিস্ফোরণে প্রায় ৪৩ জন নিহত হয়েছেন। জখম শতাধিক মানুষ। একটি সূত্রে অবশ্য বিস্ফোরণটি লাসবেলা জেলায় ঘটেছে বলে জানানো হয়েছে। ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। বিস্ফোরণ ও তাতে একাধিক মানুষের প্রাণহানির কথা স্বীকার করেছেন বালুচিস্তানের অভ্যন্তরীণমন্ত্রী সরফরাজ বুগটি। এধি ট্রাস্ট ফাউন্ডেশনের এক কর্তা মিডিয়াকে শিশু ও মহিলা সমেত প্রায় ৪৩ জন মারা গিয়েছে বলে জানিয়েছেন। বুগটি জানিয়েছেন, খুবই প্রত্যন্ত এলাকায় এই বিস্ফোরণ ঘটেছে, সেখানে এর মধ্যেই সন্ধ্যার অন্ধকার নেমেছে, ফলে হতাহতদের দেহ বের করা কঠিন কাজ হয়ে উঠবে। এধি ট্রাস্ট ফাউন্ডেশনের ওই কর্তা বলেন, করাচি থেকে ২৫০ কিমি দূরে উথাল পার্বত্য এলাকায় অবস্থিত ওই দরগা। উদ্ধারকার্য চালিয়ে আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সেখানে আমাদের গাড়ি পাঠানো হয়েছে। লাসবেলার স্থানীয় তহশিলদার জাভেদ ইকবাল জানিয়েছেন, ওই দরগার নিরাপত্তা ব্যবস্থা যথাযথ দেখভাল করার সিস্টেম নেই। তিনি বলেন, এটা দুঃখের যে, করাচি ও দেশের অন্যান্য জায়গা থেকে প্রতিদিন ওই দরগায় ভক্তদের ভীড় হয়, কিন্তু ঘটনাস্থলে কোনও অ্যাম্বুলেন্স বা জরুরি চিকিত্সার আয়োজন ছিল না। এই প্রথম বালুচিস্তানের দরগা নাশকতার টার্গেট হল না। গত আগস্ট থেকে তিন-তিনবার ওই প্রদেশে বড় ধরনের বিস্ফোরণ ঘটল। আগস্টে সেখানকার রাজধানী কোয়েটার হাসপাতালের বাইরে আত্মঘাতী বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন প্রায় ৭০ জন।