আজ ফেসবুকে জুকারবার্গের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি পোস্ট করা হয়। মুহূর্তের মধ্যে বিশ্বজুড়ে ফেসবুক ব্যবহারকারীদের কাছে এই বার্তা পৌঁছে যায়। তাঁরা শোকপ্রকাশ করতে থাকেন। পরে অবশ্য জানা যায়, ভুল করে এই পোস্ট করা হয়েছে। শুধু জুকারবার্গই নন, আরও অনেক ব্যক্তিকেই মৃত বলে ঘোষণা করা হয়েছে। কিছুক্ষণ পরে সেই ভুল শুধরে নেওয়া হয়।
ফেসবুকের এক মুখপাত্র বলেছেন, তাঁদের পক্ষ থেকে মারাত্মক ভুল হয়েছিল। সেই ভুল সংশোধন করা হয়েছে।
ফেসবুক সম্প্রতি একটি নতুন ফিচার যুক্ত করেছে। এর মাধ্যমে কোনও ফেসবুক ব্যবহারকারীর মৃত্যু হলে তাঁর অ্যাকাউন্টে শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করতে পারবেন অন্য কোনও ব্যবহারকারী। অনেকের মতে, এই ফিচারটির কথা প্রচার করার লক্ষ্যেই জুকারবার্গকে মৃত ঘোষণা করা হয়েছিল।