জাল বাংলাদেশি পাসপোর্ট সহ ভারতে ঢোকার চেষ্টা, সীমান্তে আটক ৫ রোহিঙ্গা
Web Desk, ABP Ananda
Updated at:
08 Jul 2018 05:32 PM (IST)
NEXT
PREV
ঢাকা: জাল পাসপোর্ট নিয়ে ভারতে ঢুকতে গিয়ে বাংলাদেশ সীমান্তে আটক ৫ রোহিঙ্গা মুসলিম। সকলেই যুবক। দি ঢাকা ট্রিবিউন-এর খবর, বাংলাদেশ অভিবাসন পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে ২০৪ কিমি দূরে চৌডাঙ্গা জেলার দামুরদহ এলাকায় দর্শনা সীমান্ত চেক পোস্টে গত শুক্রবার ধরা পড়ে ওই পাঁচজন। তাদের কথাবার্তায় অসঙ্গতি বেরিয়ে পড়ায় নথিপত্র পরীক্ষা করে দেখা যায়, তারা যা বলছে, তার সঙ্গে পাসপোর্টের তথ্য মিলছে না। তাদের তুলে দেওয়া হয় দামুরদহ পুলিশের হাতে। প্রাথমিক জেরায় তারা স্বীকার করে যে, তারা রোহিঙ্গা, কক্সবাজারের উদ্বাস্তু শিবিরের বাসিন্দা।
দামুরদহ থানার অফিসার-ইন-চার্জ সুকুমার বিশ্বাস জানান, জাল বাংলাদেশি পাসপোর্ট, ভিসা নিয়ে তারা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল। কুমিল্লা থেকে পাসপোর্ট, চট্টগ্রাম থেকে ভিসা সংগ্রহ করে পাঁচজন। জাল পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে, আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে।
ঢাকা: জাল পাসপোর্ট নিয়ে ভারতে ঢুকতে গিয়ে বাংলাদেশ সীমান্তে আটক ৫ রোহিঙ্গা মুসলিম। সকলেই যুবক। দি ঢাকা ট্রিবিউন-এর খবর, বাংলাদেশ অভিবাসন পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে ২০৪ কিমি দূরে চৌডাঙ্গা জেলার দামুরদহ এলাকায় দর্শনা সীমান্ত চেক পোস্টে গত শুক্রবার ধরা পড়ে ওই পাঁচজন। তাদের কথাবার্তায় অসঙ্গতি বেরিয়ে পড়ায় নথিপত্র পরীক্ষা করে দেখা যায়, তারা যা বলছে, তার সঙ্গে পাসপোর্টের তথ্য মিলছে না। তাদের তুলে দেওয়া হয় দামুরদহ পুলিশের হাতে। প্রাথমিক জেরায় তারা স্বীকার করে যে, তারা রোহিঙ্গা, কক্সবাজারের উদ্বাস্তু শিবিরের বাসিন্দা।
দামুরদহ থানার অফিসার-ইন-চার্জ সুকুমার বিশ্বাস জানান, জাল বাংলাদেশি পাসপোর্ট, ভিসা নিয়ে তারা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল। কুমিল্লা থেকে পাসপোর্ট, চট্টগ্রাম থেকে ভিসা সংগ্রহ করে পাঁচজন। জাল পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে, আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে।
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -