চিনে ভূমিকম্প, কম্পনের তীব্রতা ৬.৮
Web Desk, ABP Ananda | 25 Nov 2016 11:59 PM (IST)
বেজিং: ভূমিকম্পে কেঁপে উঠল চিন। আজ স্থানীয় সময় রাত ১০.২৪ নাগাদ কম্পন অনুভূত হয় জিনজিয়াং প্রদেশের অক্টো কাউন্টিতে। কম্পনের মাত্রা ৬.৭। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এখনও পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে ক্ষতিগ্রস্থ হয়েছে বহু ঘরবাড়ি। আহত হয়েছেন বেশ কয়েকজন। চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার(সিইএনসি) সূত্রে খবর, ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে ভূমিকম্পের কেন্দ্রস্থল। উল্লেখ্য, আজ বিকেল ৪.৪৭ নাগাদ মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তর আন্দামান দ্বীপপুঞ্জও। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪।