সবার উপরে বেঙ্গালুরু, বিশ্বের সবচেয়ে গতিশীল শহরের তালিকায় ভারতের ৬
Web Desk, ABP Ananda | 18 Jan 2017 08:33 PM (IST)
ডাভোস (সুইৎজারল্যান্ড): বিশ্বের সবচেয়ে পরিবর্তনশীল ৩০টি শহরের তালিকায় জায়গা পেল ভারতের ৬টি শহর। প্রযুক্তিগত পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধির চাপ সামাল দেওয়া এবং বিশ্বব্যাপী সংযোগ গড়ে তোলার ভিত্তিতে এই শহরগুলির তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকার শীর্ষে আছে বেঙ্গালুরু। পঞ্চম স্থানে হায়দরাবাদ। এছাড়া ভারতের অন্য শহরগুলির মধ্যে পুণে (১৩), চেন্নাই (১৮), দিল্লি (২৩) ও মুম্বই (২৫) এই তালিকায় আছে। হোচি মিন সিটি, সিলিকন ভ্যালি, শাংহাই, লন্ডন, বস্টন, দুবাই, মেলবোর্ন, নিউ ইয়র্ক, বেজিং, সিডনি, প্যারিসের মতো শহরগুলিকে পিছনে ফেলে দিয়েছে বেঙ্গালুরু। ৩০টি শহরের মধ্যে ১৫টিই এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের। এক্ষেত্রে চিনকে টপকে গিয়েছে ভারত। জেএলএল ডিরেক্টর ইন গ্লোবাল রিসার্চ জেরেমি কেলি বলেছেন, ‘বর্তমানে সারা বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ শহরে বসবাস করেন। ভবিষ্যতে এই প্রবণতা বাড়বে। ফলে শহরের সাফল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ জেএলএল-এর রিপোর্টে বলা হয়েছে, দক্ষ কর্মী সহজলভ্য হওয়ায় চেন্নাই, ম্যানিলা, দিল্লি ও মুম্বইয়ের উন্নতি হয়েছে। তবে এই শহরগুলিতে জীবনের মান, পরিকাঠামো, অসাম্য, অত্যধিক ভিড় ও দূষণের সমস্যা আছে।