নয়াদিল্লি: গণধর্ষিতাকে সহানুভূতি, সমর্থনের হাত বাড়িয়ে তার জন্য তহবিল সংগ্রহ চলছে সোমালিয়ায়।

১৬ বছরের মেয়েটিকে শুধু ধর্ষণ করেই মনোবাঞ্ছা পূরণ হয়নি নিগ্রহকারীদের। ৬টি কিশোর রিদওয়ান নামে মেয়েটিকে নগ্ন করে পরপর ধর্ষণ করে, গালিগালাজের পাশাপাশি তাকে তিনবার ছুরি মারে। সে ওদের কাছে ছেড়ে দেওয়ার জন্য ক্ষমাভিক্ষা চাইছে, এই অবস্থায় তার ভিডিও, ছবি তুলে অনলাইনে পোস্ট করে দেয় যাতে কিছুতেই মর্মান্তিক অভিজ্ঞতার স্মৃতি তার পিছু না ছাড়ে, লোকে আঙুল তুলে তাকে দেখিয়ে মজা করে পথেঘাটে। গত ডিসেম্বরে গালদোগোব শহরে এমনই নির্যাতন করা হয় রিদওয়ানের সঙ্গে। কিন্তু এর বিরুদ্ধেই ক্ষোভে ফেটে পড়েছে দেশের মানুষ।

মেয়েটির পরিবার আতঙ্কে ভুগছিল। ভয় ছিল, পাছে অনলাইনে তার নগ্ন ছবি দেখে তার গোটা পরিবারকেই একঘরে না করে সমাজ, পাড়া-প্রতিবেশীরা। বাড়িঘর ফেলে চলে যায় তারা। কিন্তু তাদের আশঙ্কা, ভীতিকে ভুল প্রমাণ করে দেশের মানুষ রিদওয়ানের জন্য তহবিল সংগ্রহ অভিযানে নেমেছে। মেয়েটির এখন হাসপাতালে চিকিত্সা চলছে। সোমালি ফেসেস নামে তহবিল সংগ্রহ কর্মসূচির মাধ্যমে অর্থ  সংগ্রহ করে তার হাতে তুলে দেওয়া হবে, যা দিয়ে মেয়েটির কাউন্সেলিং করা যাবে, তার পুনর্বাসন হবে।