কাবুল ও বেইরুট: মার্কিন যুক্তরাষ্ট্র ও তালিবানের মধ্যে চুক্তির প্রক্রিয়া যখন জোরকদমে চলছে, ঠিক তখনই ফের রক্তাক্ত আফগানিস্তানের রাজধানী কাবুল। বিয়েবাড়িতে আত্মঘাতী বিস্ফোরণে ৬৩ জনের মৃত্যু। আহত ১৮২। হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।
শনিবার রাতে শহরের পশ্চিম প্রান্তে এই হামলার ঘটনা ঘটে। আফগান অভ্যন্তরীণ মন্ত্রী নসরত রহিমি জানান, মহিলা ও শিশু সহ ৬৩ জন মারা গিয়েছেন। আহতের সংখ্যা ১৮২। সাধারণত, আফগান বিয়ের অনুষ্ঠান ভীষণই জাঁকজমকপূর্ণ হয়ে থাকে। সেখানে আগত অতিথিদের সংখ্যা প্রায়ই কয়েক’শ থেকে শুরু করে হাজারও হয়। বড় বড় হলে সেই সব অনুষ্ঠান হয়ে থাকে। মহিলাদের ও পুরুযদের জন্য আলাদা জায়গা থাকে।
শনিবার বিস্ফোরণের পর ঘটনাস্থলে চারদিকে রক্তাক্ত ও ছিন্নভিন্ন হওয়া দেহ উদ্ধার হয়। ছড়িয়ে ছিল স্যান্ডাল, পোশাক ও জলের বোতল। খবরে প্রকাশ, সেখানে শিয়া সম্প্রদায়ের কোনও বিয়ের অনুষ্ঠান ছিল। সাধারণত, আফগানিস্তানে সুন্নি সম্প্রদায়রা সংখ্যাগরিষ্ঠ। ফলত, শিয়া সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের ওপর বহুক্ষেত্রে হামলা হয়ে থাকে। বিশেষ করে, ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠী এধরনের হামলা চালিয়ে থাকে।
রবিবার আইএস-এর তরফে হামলার দায়স্বীকার করেও নেওয়া হয়। সোশ্যাল মেসেজিং অ্যাপের মাধ্যমে জঙ্গিগোষ্ঠীর তরফে এই হামলার দায় স্বীকার করা হয়।
বর্তমানে, আফগান তালিবান গোষ্ঠী ও মার্কিন প্রশাসনের মধ্যে চুক্তির প্রক্রিয়া প্রায় চূড়ান্চ পর্যায়ে পৌঁছেছে। জানা গিয়েছে, আফগানিস্তান থেকে প্রায় ১৪ হাজার সেনাকে প্রত্যাহার করতে রাজি হয়েছে ট্রাম্প প্রশাসন। বদলে, তালিবানকে বিভিন্ন শর্ত মানতে হবে। যেমন, যে সকল তালিবান কট্টরপন্থীরা এতদিন আল-কায়দাকে সমর্থন করত, শর্ত মোতাবেক তারা এখন থেকে তা পারবে না। আফগানিস্তান কোনওভাবে জঙ্গিদের স্বর্গরাজ্যে না পরিণত হয়, তা নিশ্চিত করতে হবে বলেও শর্তে বলা রয়েছে।
কাবুলে বিয়েবাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৬৩, আহত ১৮২, দায় স্বীকার আইএস-এর
Web Desk, ABP Ananda
Updated at:
18 Aug 2019 12:39 PM (IST)
আফগান অভ্যন্তরীণ মন্ত্রী নসরত রহিমি জানান, মহিলা ও শিশু সহ ৬৩ জন মারা গিয়েছেন। আহতের সংখ্যা ১৮২।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -