লাহৌর: সিন্ধুতে সুফি ধর্মস্থানে হামলার পর এক সপ্তাহও কাটতে না কাটতেই এবার লাহৌরে জঙ্গি হামলা। প্রতিরক্ষা আধিকারিকদের একটি বহুতলে বিস্ফোরণের ফলে অন্তত ৭জনের মৃত্যু হয়েছে, আহত ২০।


বেলা বারোটার একটু আগে স্থানীয় ডিফেন্স হাউজিং অথরিটির জেড ব্লকে প্রচণ্ড বিস্ফোরণ হয়। কীসের ফলে এত বড় বিস্ফোরণ জানা যায়নি, বোমা নিষ্ক্রিয়করণ বিভাগ ও ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে সূত্র সংগ্রহ করেছেন। তবে পুলিশ মনে করছে, ওই বহুতলে আগে থেকেই রাখা ছিল বিস্ফোরক।

বিস্ফোরণের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি গাড়ি। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে।

এই জেড ব্লকে বেশ কয়েকটি রেস্তোঁরা থাকায় স্থানীয় তরুণ তরুণীরা নিয়মিত আসেন এখানে।

পাকিস্তানে সাম্প্রতিককালে একের পর এক জঙ্গি হামলা চলছে। ১৬ তারিখ সিন্ধু প্রদেশের এক সুফি মসজিদে আত্মঘাতী হামলায় ৮৮জনের মৃত্যু হয়। সেনার পাল্টা জবাবে প্রাণ হারায় ১৩০-র বেশি জঙ্গি।

তার আগে ১৩ তারিখ পাক পঞ্জাব প্রদেশের অ্যাসেম্বলির কাছে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১৪জনের মৃত্যু হয়।