নয়াদিল্লি: আমেরিকার ওহিও-র সিনসিনাটির একটি চিড়িয়াখানায় একটি পুরুষ গোরিলাকে চিড়িয়াখানা কর্মীরা গুলি করে মারলেন। খাঁচার মধ্যে পড়ে যাওয়া একটি ছোট্ট ছেলেকে বাঁচাতে এই পদক্ষেপ বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।


গোরিলাটির নাম হারাম্বে। ১৮১ কেজি ওজনের এই পাহাড়ের মত আফ্রিকান গোরিলার খাঁচায় শনিবার ঢুকে পড়ে একটি বছরচারেকের ছেলে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, কোনওভাবে ঘেরাটোপ পেরিয়ে সামনের কাটা পরিখায় পড়ে যায় ছেলেটি। তারপর অন্তত ১০ মিনিট সে ছিল ১৭ বছরের গোরিলাটির সঙ্গে। যদিও তার কোনও ক্ষতি হয়নি। কিন্তু চিড়িয়াখানার ডেঞ্জারাস অ্যানিম্যাল রেসপন্স টিম পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেয়, শিশুটির জীবন বিপন্ন। হারাম্বেকে গুলি করে মেরে ছেলেটিকে উদ্ধার করে তারা।

হারাম্বে (ফাইল চিত্র)

সে সময় হারাম্বে ছাড়াও আরও দুটি স্ত্রী গোরিলা ওই খাঁচায় ছিল। শিশুটির নাম জানা না গেলেও এমন কিছু আহত হয়নি সে।

প্রজননের কারণে টেক্সাসের চিড়িয়াখানা থেকে দু’বছর আগে সিনসিনাটি চিড়িয়াখানায় হারাম্বেকে নিয়ে আসা হয়। এই গোরিলারা বিপন্ন প্রাণী হিসেবে ইতিমধ্যেই স্বীকৃত। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কীভাবে স্রেফ বাবা মায়ের নজরদারির অভাবে একটি শিশু গোরিলার খাঁচায় ঢুকে যেতে পারল। আর গোরিলাটিকে খুন না করে আর কোনওভাবে তাকে উদ্ধার করা যেত কিনা সে ব্যাপারেও পশুপ্রেমীরা প্রশ্ন করেছেন। ক’দিন আগে এক মানসিক অবসাদগ্রস্ত ব্যক্তিকে বাঁচাতে চিলির চিড়িয়াখানায় দুটি সিংহকে গুলি করে মারা হয়।