নয়াদিল্লি: বাচ্চার চোখে ধুলো পড়লে কী করেন? জল দেন, চোখে গরম ভাপ দেন, বড়জোর আইড্রপ দেন, তাই তো? তাতেও না কুলোলে ডাক্তার। কিন্তু বসনিয়ায় এক বৃদ্ধা রয়েছেন, এত কিছুর ধার ধারেন না যিনি। চোখ পরিষ্কার করে দেন, নিজের জিভ দিয়ে চেটে।

৮০ বছরের বৃদ্ধার নাম হাভা সেলেবিক। ওরফে নানা হাভা। ইনি জিভ দিয়ে চোখের মণি পরিষ্কার করেন। শুনে মাথা ঘুরে যেতে পারে, এভাবে ৫০০০ লোকের চোখ পরিষ্কার করেছেন তিনি।

ছবি: ইউটিউব

তবে বিনা মূল্যে অবশ্যই নয়, খরচ আছে। ভারতীয় মুদ্রায় ৮০০ টাকার কাছাকাছি। নানা হাভার দাবি, গোটা বিশ্বে একা তিনিই জিভ দিয়ে চোখ পরিষ্কারের এই অদ্ভুত ক্ষমতা ধরেন। চোখ থেকে তিনি কী কী বার করেছেন জানেন? লোহা, সীসা, কয়লা এমনকী কাচের টুকরো।

ছবি: ইউটিউব

ছবি: ইউটিউব

আর নিজের জিভ কী দিয়ে পরিষ্কার রাখেন তিনি? এতো খুব সোজা, অ্যালকোহল দিয়ে!