জাকার্তা: রাজা চললেন সফরে। সঙ্গে চললেন হাজার-হাজার লোক-লস্কর। প্রচুর সামগ্রী। এমন একটা দৃশ্য প্রাচীণ যুগে হামেশাই হত বলেই জানা। কিন্তু, সেই দৃশ্য যদি বর্তমান যুগে বাস্তবে দেখা যা.. তাহলে! অবিশ্বাস্য!


আর এই অবিশ্বাস্য কাজ করে দেখালেন বর্তমান যুগের এক রাজা...সৌদি আরবের রাজা সলমন। বুধবার, ইন্দোনেশিয়া সফরে যান সলমন। প্রায় ৫০ বছর পর কোনও সৌদি সম্রাট এই দেশে পা রাখলেন। আর সেই মুহূর্তকে ঐতিহাসিক করতে সফরকে একেবারে রাজকীয় রূপ দিলেন তিনি।


খবরে প্রকাশ, সৌদি সম্রাটের সঙ্গে ইন্দোনেশিয়া সফরে এসেছেন প্রায় এক হাজার অতিথি। বেসরকারি মতে, রাজার সঙ্গে আগত মোট অতিথির সংখ্যা প্রায় দেড় হাজারের মতো।


কে নেই সেই তালিকায়—যুবরাজ থেকে শুরু করে নেতা, মন্ত্রী সকলেই হাজির হন। প্রায় ২৭টি বিমানে করে সফরসঙ্গীরা আসেন। শুধু তাই নয়। রাজার সঙ্গে এসেছে প্রায় ৪৬০ টন সামগ্রী। এর মধ্যে রয়েছে রাজার ২টি মার্সিডিজ লিমুজিন, ২টি বৈদ্যুতিন লিফট


বিমানবন্দরে রাজকীয় অতিথিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সহ শীর্ষ কর্তাব্যক্তিরা। বিমান থেকে এসক্যালেটর করে নামেন ৮১ বছরের রাজা সলমন।


এতজন রাজ-অতিথি বলে কথা। তাঁদের আপ্যায়নে কোনও প্রকার ত্রুটি রাখতে রাজি নয় ইন্দোনশিয়ার প্রশাসন। খবরে জানা গিয়েছে, রাজার ও তাঁর অতিথিদের আপ্যায়নের জন্য প্রায় ১৫০ হালুইকর ভাড়া করা হয়েছে।


সলমন থাকবেন বোগোরের একটি প্রাসাদে। স্থানীয় একটি মসজিদে যাওয়ার কথা সৌদির রাজার। ভিআইপিদের জন্য একটি পৃথক শৌচাগার নির্মাণ করা হয়েছে সংলগ্ন স্থানে। অতিথিদের জন্য বালি শহরে পাঁচটি বিলাসবহুল হোটেল বরাদ্দ করা হয়েছে।


তাঁদের নিরাপত্তার জন্য প্রায় ১০ হাজার পুলিশ ও সেনাকর্মী মোতায়েন করেছে ইন্দোনেশীয় প্রশাসন।