বিয়ে করতে করতে সন্তানকে স্তন্যপান করিয়ে সকলের কাছে প্রশংসিত নববধূ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Aug 2017 04:50 PM (IST)
Photo courtesy, Monica Carvalho's Instagram Account
ব্রাজিল: ড্যানিএলি কাতুসে বিয়ে করলেন। কিন্তু তাঁর বিয়েটি আর পাঁচটা বিয়ের থেকে আলাদা। কারণ, তিনি বিয়ের অনুষ্ঠান চলাকালে, মেকআপ নেওয়ার সময়ও তাঁর তিনমাসের শিশুপুত্রকে স্তন্যপান করালেন। ড্যানিএলির পাশেই দাঁড়িয়ে রইলেন একরত্তির বাবা এবং নববধূর স্বামী। আর সাত পাকে আবদ্ধ হওয়ার সময় মা-ছেলের সেই আবেগঘন মুহূর্ত দেখে কার্যত নিজের উত্তেজনা চেপে রাখতে পারেননি ফটোগ্রাফার মণিকা কারভালহো। বিয়ের মঞ্চ থেকে সেই সুন্দর মুহূর্তের ছবি ফ্রেমবন্দি করে নিজের ইন্সটা পেজে দিয়ে দেন মণিকা। তবে প্রথমে ছবিগুলো দেখে সমাজ কী প্রতিক্রিয়া দেবে, সেই নিয়ে চিন্তিত ছিলেন ড্যানিএলি। কিন্তু তাঁর ছবি দেখে প্রশংসায় পঞ্চমুখ প্রত্যেকে। এর থেকেই বোঝা যায় সমাজ ছবিটিকে অশালীন নয়, একজন মায়ের তাঁর সন্তানের প্রতি ভালবাসার ছবি হিসেবে দেখেছে। প্রসঙ্গত, এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নববধূ এবং ফটোগ্রাফার একটিই বার্তা দিতে চেয়েছেন, প্রকাশ্যে স্তন্যপান করানো কোনও অশালীন কাজের মধ্যে পড়ে না। এই নিয়ে বিভিন্ন সময় সমাজে যে নানা ধরনের কথা শোনা গেছে, তারও পরোক্ষে প্রতিবাদ জানিয়েছেন এই মা।