লন্ডন: বাকিংহ্যামশায়ারের নিউপোর্ট প্যাগনেলে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল আটজন ভারতীয়র। তাঁদের মধ্যে দু জন মহিলা। চারজন আহত হয়েছেন। গত ২৪ বছরে এটাই ব্রিটেনে সবচেয়ে ভয়াবহ পথ দুর্ঘটনা বলে জানা গিয়েছে।


এই দুর্ঘটনা ঘটেছে স্থানীয় সময় অনুযায়ী শনিবার সকালে। একটি তথ্য-প্রযুক্তি সংস্থার কর্মী ও তাঁদের আত্মীয়রা একটি মিনিবাসে করে যাচ্ছিলেন। সেই সময় দুটি লরি সেই মিনিবাসে ধাক্কা মারে। মিনিবাসের চালক সহ আটজন ভারতীয়র মৃত্যু হয়। নিহত বাসচালকও ভারতীয়। নিহতদের মধ্যে দু জন কেরলের কোট্টায়ামের বাসিন্দা ছিলেন। বাকি ৬ জন তামিলনাড়ুর বাসিন্দা ছিলেন।

দুই লরিচালককেই ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে। আজ তাদের আদালতে নিয়ে যাওয়া হবে। দু’জনের বিরুদ্ধেই বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। একজন লরিচালক আবার মদ্যপান করেছিল বলে জানা গিয়েছে।