আমেরিকায় অ্যামাজন সিইও-র গুদামঘর পরিদর্শনের পরই কর্মীর করোনা আক্রান্ত হওয়ার খবরে তোলপাড়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Apr 2020 04:42 PM (IST)
সংস্থার তরফে জানানো হয়েছে যে, সোমবার পর্যন্ত দায়িত্ব সামলেছেন ওই আক্রান্ত কর্মী।
নয়াদিল্লি: মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যামাজনের একটি গুদামঘর পরিদর্শন করে এলেন চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) জেফ বেজো। আর তার পরই সংস্থার তরফ থেকে কর্মীদের মেসেজ করে জানানো হল যে, ওই গুদামঘরের এক কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত। সংস্থার তরফে জানানো হয়েছে যে, সোমবার পর্যন্ত দায়িত্ব সামলেছেন ওই আক্রান্ত কর্মী। অ্যামাজন মেসেজ মারফত কর্মীদের লিখেছে, ‘আক্রান্তের শেষবার অফিস আসার পর থেকে সংস্থার পুরো চত্বর জীবাণুমুক্ত করা হয়েছে।’ যদিও সংবাদমাধ্যমে অ্যামাজনের তরফ থেকে কিছু জানানো হয়নি। বুধবার ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী ওই গুদামঘরে আচমকাই পরিদর্শন করতে গিয়েছিলেন বেজো। আমেরিকায় একশোটিরও বেশি এরকম গুদামঘর রয়েছে ওই সংস্থার। করোনা লকডাউনের জেরে আমেরিকায় অনলাইনে অর্ডারের পরিমাণ বেড়ে গিয়েছে অনেকটাই। চাহিদা মেটাতে উদয়াস্ত পরিশ্রম করতে হচ্ছে কর্মীদের। সেই কাজ পর্যবেক্ষণ করতে ও কর্মীদের উৎসাহ দিতে গুদামঘরে গিয়েছিলেন সংস্থার সিইও।