ডাকার: শিশু ধর্ষণের মতো অপরাধ রুখতে কড়া পদক্ষেপ নাইজিরিয়ার একটি প্রদেশের সরকারের। রাসায়নিক প্রয়োগ করে বা অস্ত্রোপচার করে যৌনক্ষমতা নষ্ট করা ও মৃত্যুর সাজা দেওয়ার আইন কার্যকর করছে তারা। ১৪ বছরের কম বয়সি শিশুকে ধর্ষণ করলে সাজা হবে মৃত্যুদণ্ড। আর তার আগে অস্ত্রোপচার করে তার শুক্রথলি কেটে ফেলা হবে। অন্যান্য ক্ষেত্রে রাসায়নিক প্রয়োগ করে যৌনক্ষমতা নষ্ট করে দেওয়া হবে। কাদুনা প্রদেশে একটি ৭ বছরের মেয়েকে ধর্ষণের ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে প্রবল ক্ষোভের সঞ্চার হয়। আর তারপরই এই সিদ্ধান্ত।
কাদুনা সরকারের প্রতিনিধি নাসির এল রুফাই জানিয়েছেন, শিশু ধর্ষণের মতো অপরাধ রোধ করবে এই আইন। যদিও ঠিক কোন মাপকাঠিতে যৌনক্ষমতা নষ্ট করা বা মৃত্যুর সাজা দেওয়া হবে তা এখনও স্পষ্ট বলা হয়নি। তবে সূত্রের খবর, পুরুষ ধর্ষকদের ক্ষেত্রে অস্ত্রোপচার করে যৌনাঙ্গ বাদ দিয়ে দেওয়া হবে। আর যদি কোনও মহিলা ধরা পড়েন, তাহলে তাঁর ফেলোপাইন টিউব বাদ দিয়ে দেওয়া হবে।
৩.৫ মিলিয়ন শিশু রয়েছে নাইজিরিয়ায়। আর সেখানেই শিশু ধর্ষণের হার সবচেয়ে বেশি। জানুয়ারি থেকে মে মাসের মধ্যে কম করে ৮০০টি যৌন হিংসার ঘটনার অভিযোগ পেয়েছে পুলিশ।
শিশু ধর্ষণে দোষীর অস্ত্রোপচার করে যৌনাঙ্গ বাদ দেওয়ার শাস্তি নাইজিরিয়ার প্রদেশে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Sep 2020 05:21 PM (IST)
শিশু ধর্ষণের মতো অপরাধ রুখতে কড়া পদক্ষেপ নাইজিরিয়ার একটি প্রদেশের সরকারের। রাসায়নিক প্রয়োগ করে বা অস্ত্রোপচার করে যৌনক্ষমতা নষ্ট করা ও মৃত্যুর সাজা দেওয়ার আইন কার্যকর করছে তারা।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -