রামাল্লা: প্যালেস্তাইন সহ গোটা অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানালেন প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আজ মোদীর সঙ্গে বৈঠকের পর যৌথ সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘আন্তর্জাতিক স্তরে আমাদের হয়ে কথা বলার জন্য ভারতের উপর নির্ভর করি। নির্জোট আন্দোলন সহ বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে ভারতের ঐতিহাসিক ভূমিকা রয়েছে। আর্থিক ও কৌশলগত ক্ষেত্রে ক্রমশঃ শক্তি বাড়াচ্ছে ভারত। তার ফলে আমাদের অঞ্চলে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হতে পারে।’

মোদী বলেছেন, ‘ভারত ও প্যালেস্তাইন দীর্ঘদিন ধরে একে অপরের বন্ধু। প্যালেস্তাইনের মানুষ বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করার ক্ষেত্রে অসম সাহসের পরিচয় দিয়েছেন। প্যালেস্তাইনের উন্নয়নের যাত্রায় ভারত সবসময় পাশে থাকবে। আমরা আশা করি আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধান হবে এবং প্যালেস্তাইনে শান্তি ও স্থিতাবস্থা প্রতিষ্ঠিত হবে। একমাত্র কূটনীতি ও দূরদর্শিতার মাধ্যমেই অতীতের হিংসা ও বোঝা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। আমরা জানি এটা সহজ নয়, কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে।’

এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী সরকারিভাবে প্যালেস্তাইন সফরে গেলেন। প্রেসিডেন্টের বাসভবনে মোদীকে সাদরে বরণ করে নেন আব্বাস। তাঁদের বৈঠকে ৬টি চুক্তিতে স্বাক্ষর হয়। বেইট সাহুরে ৩০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি, শিক্ষা, জাতীয় ছাপাখানা, মহিলাদের ক্ষমতায়নের জন্য একটি কেন্দ্র গড়ার চুক্তি হয়েছে।

ইজরায়েল-প্যালেস্তাইন দ্বন্দ্বে ভারত কোনও পক্ষকেই সমর্থন করছে না। ভারতের বক্তব্য ইজরায়েল ও প্যালেস্তাইনেরই নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানো উচিত। সম্প্রতি ভারত সফরে এসেছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তা সত্ত্বেও প্যালেস্তাইনের প্রেসিডেন্টের আশা, ভারত ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।