চিকিৎসক সু দান বলেছেন, এই যুবকের যখন চার বছর বয়স ছিল, তখন থেকেই তাঁর পায়ুদ্বারে সমস্যা ছিল। কিন্তু তিনি কোনওদিন এর চিকিৎসা করাননি। ফলে সমস্যা বেড়েই চলে। এর ফলেই পায়ুদ্বার শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। অস্ত্রোপচারের পর অবশ্য সুস্থ হচ্ছেন এই যুবক।
শৌচাগারে বসে একটানা মোবাইল ফোন ঘাঁটেন? চিনা যুবকের কী হাল হল দেখুন
Web Desk, ABP Ananda
Updated at:
10 Feb 2018 06:40 PM (IST)
ফাইল ছবি
NEXT
PREV
বেজিং: মধ্যরাতে শৌচাগারে বসে একটানা ৩০ মিনিট ধরে মোবাইল ফোনে গেম খেলছিলেন দক্ষিণ-পূর্ব চিনের গুয়াংদং প্রদেশের এক যুবক। হঠাৎ খুলে বেরিয়ে এল তাঁর পায়ুদ্বার। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের মতে, দীর্ঘক্ষণ শৌচাগারে বসে থাকলে তলপেটের নীচের অংশ দুর্বল হয়ে যায়। এই যুবকের ক্ষেত্রেও তেমনই হয়েছে বলে মনে হচ্ছে।
চিকিৎসক সু দান বলেছেন, এই যুবকের যখন চার বছর বয়স ছিল, তখন থেকেই তাঁর পায়ুদ্বারে সমস্যা ছিল। কিন্তু তিনি কোনওদিন এর চিকিৎসা করাননি। ফলে সমস্যা বেড়েই চলে। এর ফলেই পায়ুদ্বার শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। অস্ত্রোপচারের পর অবশ্য সুস্থ হচ্ছেন এই যুবক।
চিকিৎসক সু দান বলেছেন, এই যুবকের যখন চার বছর বয়স ছিল, তখন থেকেই তাঁর পায়ুদ্বারে সমস্যা ছিল। কিন্তু তিনি কোনওদিন এর চিকিৎসা করাননি। ফলে সমস্যা বেড়েই চলে। এর ফলেই পায়ুদ্বার শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। অস্ত্রোপচারের পর অবশ্য সুস্থ হচ্ছেন এই যুবক।
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -