স্টকহোম: ফের অর্থনীতিতে নোবেল পাচ্ছেন এক বাঙালি। স্ত্রী এসথার দুফলো ও মার্কিন অর্থনীতিবিদ মিকেল ক্রেমারের সঙ্গে যৌথভাবে নোবেল পাচ্ছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এর আগে প্রথম বাঙালি অর্থনীতিবিদ হিসেবে নোবেল পুরস্কার পেয়েছিলেন অমর্ত্য সেন। এবার দ্বিতীয় বাঙালি হিসেবে এই স্বীকৃতি পাচ্ছেন অভিজিৎ।



নোবেল কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এ বছর অর্থনীতিতে নোবেল প্রাপকরা ভারত সহ বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে গবেষণা চালান। তাঁদের এই গবেষণাই এখন উন্নয়নমূলক অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে। বিশ্বজুড়ে দারিদ্র্য মোকাবিলার ক্ষেত্রে তাঁদের গবেষণা ফলপ্রসূ হয়েছে। ভারতে ৫০ লক্ষেরও বেশি শিশু উপকৃত হয়েছে।’