ছবিতে দেখুন: ৪০ বছর পর ফুটবল মাঠে প্রবেশ করে ইতিহাস রচনা করলেন ইরানের মহিলারা
Web Desk, ABP Ananda
Updated at:
13 Oct 2019 03:09 PM (IST)
ইরানের ২৯ বছরের ফুটবল প্রশাসক সহের খোডিয়ারি নিজের ইচ্ছেকে দমিয়ে রাখেননি।
সম্প্রতি, সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় ইরান প্রশাসন। কারণ, ফিফা স্পষ্টভাবে জানিয়েছিল, ইরান যদি এই নিষেধাজ্ঞা না প্রত্যাহার করে, তাহলে, তাদের সাসপেন্ড করা হবে। সেই ভয়ে ইরানের ফুটবল সংস্থা ফিফাকে আশ্বাস দিয়েছিল, তারা মহিলাদের ফুটবল স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেবে। এরপরই, কয়েক হাজার মহিলা স্টেডিয়ামে উপস্থিত হয়ে ম্যাচ উপভোগ করেন।
NEXT
PREV
[gallery ids="625549,625550,625551,625552,625553"]
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -