আবু ধাবি: একটি অনুষ্ঠানে আবু ধাবির যুবরাজ শেখ মোহামেদ বিন জায়েদের সঙ্গে করমর্দন করতে চেয়েছিল ছোট্ট মেয়ে আয়েশা আল মাজরুয়েই। কিন্তু তার দিকে না তাকিয়েই পাশ দিয়ে হেঁটে চলে যান যুবরাজ। মেয়েটি হতাশ হয়ে পড়ে। কিন্তু এরপর তাকে অবাক করে সটান তাদের বাড়িতে চলে যান যুবরাজ। তিনি শিশুটিকে আদর করেন, তাদের বাড়িতে বসে কথা বলেন, ছবিও তোলেন। যুবরাজকে বাড়িতে আসতে দেখে শিশুটির মুখে হাসি ফোটে।



সংযুক্ত আরব আমিরশাহীর বিদেশমন্ত্রী শেখ আবদুল্লা বিন জায়েদ ট্যুইটারে এই ভিডিও শেয়ার করেছেন। সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলে দিয়েছে ভিডিওটি। অনেকেই আবু ধাবির যুবরাজের সৌজন্যের তারিফ করছেন।