কাবুল: বৃহস্পতিবার ভোরে আমেরিকান ইউনিভার্সিটিতে হামলা চালানো ২ জঙ্গিকে খতম করে বিশ্ববিদ্যালয় মুক্ত করল আফগান বাহিনী। বুধবার সন্ধে সাড়ে ছটা থেকে শুরু হওয়া এই হামলায় অন্তত ৭জন প্রাণ হারিয়েছেন, আহত অন্তত ৩০, তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। বহু ছাত্রছাত্রী প্রাণে বাঁচতে ঝাঁপ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের দোতলার বারান্দা থেকে।


বুধবার সন্ধেয় প্রথমে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটিয়ে বিশ্ববিদ্যালয়ে হামলা চালায় জঙ্গিরা। শুরু হয় গুলিবৃষ্টি। মূলত বিদেশি কর্মী ও ছাত্রছাত্রীরা যেখানে ছিলেন, সেখানেই হামলা চালায় তারা। সারা রাত এমনকী ভোরের দিকেও বিশ্ববিদ্যালয় থেকে গুলির শব্দ শোনা গেছে। এক বিদেশি শিক্ষক আহত হয়েছেন বলে খবর।

ক্রমাগত জঙ্গি হামলা ও তালিবানি আতঙ্কের নিগড়ে বন্দি আফগান সমাজে অভিজাতদের মধ্যে এই আমেরিকান ইউনিভার্সিটি খুবই জনপ্রিয়। কাবুলের পুলিশ প্রধান জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী অন্তত ৫০০ ছাত্রছাত্রীকে বিশ্ববিদ্যালয় থেকে উদ্ধার করেছে। জঙ্গি হামলার সময় ক্লাসরুম বন্ধ করে ভেতরে বসেছিলেন এঁরা। অনেকে আবার ওপর থেক ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। এতে বেশ কয়েকজনের পা ভেঙেছে, মাথাতেও চোট পেয়েছেন কেউ কেউ।

এখনও কোনও জঙ্গি গোষ্ঠী এই হামলার দায়স্বীকার করেনি। এ নিয়ে এ মাসে দ্বিতীয়বার এই বিশ্ববিদ্যালয়কে টার্গেট করল জঙ্গিরা। এ মাসেরই ৭ তারিখ বিশ্ববিদ্যালয়ের এক আমেরিকান ও এক অস্ট্রেলীয় শিক্ষককে অপহরণ করে তারা। তাঁদের এখনও খোঁজ মেলেনি।