কাবুল: কাবুলে ফের শিক্ষাঙ্গনে জঙ্গি হামলা।

আফগান প্রশাসন সূত্রে খবর,  বুধবার কাবুলস্থিত আমেরিকান ইউনিভার্সিটি অফ আফগানিস্তান (এইউএএফ) ক্যাম্পাসে হামলা চালায় জঙ্গিরা। জঙ্গি হামলার সময় বহু পড়ুয়া ও অধ্যাপক ক্যাম্পাসের মধ্যে ছিলেন।

হামলার সময় আতঙ্কে ও প্রাণভয়ে ক্লাসরুমের মধ্যে তাঁরা আশ্রয় নেন। তারই মধ্যে এক ছাত্র সংবাদসংস্থাকে ফোন করে জানান, চত্বরে তিনি গুলির শব্দ ও বিস্ফোরণের আওয়াজ শুনতে পাচ্ছেন। তিনি আরও জানান, তাঁরা আটকে রয়েছেন, ভীষণ ভয়ে রয়েছেন।

আটক ছাত্ররা অনেকেই ট্যুইটারের মাধ্যমে সাহায্যের প্রার্থনা করে। এঁদের মধ্যে ছিলেন এক চিত্রসাংবাদিকও। এক ছাত্র জানায়, তিনি কোনওমতে বাইরে বের হতে পেরেছেন। তবে, অনেক সহপাঠী এবং শিক্ষকরা ভেতরে রয়েছেন।



ইতালি পরিচালিত কাবুলের একটি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অন্তত পাঁচজন আহত হয়েছেন। সেখানেই আহতদের চিকিৎসা চলছে। হামলার কিছুক্ষণের মধ্যেই ক্যাম্পাস চত্বর ঘিরে ফেলে আফগান সেনার দল। জঙ্গিদের সঙ্গে শুরু হয়েছে গুলির লড়াই। অব্যাহত গ্রেনেড বিস্ফোরণ।

এদিকে, এখও কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়টি ২০০৬ সালে খোলা হয়। সেখানে বর্তমানে প্রায় ১৭০০ পড়ুয়া রয়েছে। তবে, হামলার সময় খুব বেশি ছাত্র সেখানে ছিলেন না।

চলতি মাসের গোড়ায় এই বিশ্ববিদ্যালয়েরই দুই অধ্যাপক—একজন মার্কিন এবং আরেকজন অস্ট্রেলীয়, অপহৃত হন।