জেরুসালেম: চলতি বছরের মাঝামাঝি ইজরায়েল সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেশ কিছুদিন ধরেই তাঁর এই বহু প্রতীক্ষিত সফর কবে হতে পারে, তা নিয়ে জল্পনা চলছে। দুটি দেশ কূটনৈতিক সম্পর্কের ২৫ বছর উদযাপন করছে। সেই প্রেক্ষাপটে মোদীই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি ইজরায়েল যাচ্ছেন। দিনক্ষণ পাকা হয়নি বটে, তবে আগামী জুন-জুলাইয়েই তাঁর এই সফর হতে পারে বলে দাবি তথ্যাভিজ্ঞ মহলের।
ইজরায়েলে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত পবন কপূর প্রধানমন্ত্রীর সম্ভাব্য ইজরায়েল সফরের কথা জানিয়েছেন। ওয়াইনেট সংবাদ পোর্টালকে ইজরায়েলের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর জন্য কী কী প্রয়াস চলছে, তাও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, মেক ইন ইন্ডিয়া কর্মসূচির আওতায় ভারতে ম্যানুফ্যাকচারিং ইউনিট স্থাপন করতে চাইছে তারা।
কূটনৈতিক মহলে বলা হয়ে থাকে, মোদী ও ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেটানইয়াহুর ব্যক্তিগত সম্পর্কের রসায়ন খুব ভাল। তাকে নতুন মাত্রায় নিয়ে যেতে চান মোদী।
১৯৯২ এর জানুয়ারি ভারত-ইজরায়েল কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকেই তা দ্রুত এগচ্ছে। যদিও ভারত শীর্ষ স্তরের কাউকে সে দেশ সফরে পাঠানোর ব্যাপারে খানিকটা সঙ্কোচ দেখিয়েছে। কিন্তু কেন্দ্রে ২০১৪ সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর দ্বিধা ঝেড়ে ফেলে নয়াদিল্লি। ২০১৫-র অক্টোবরে ইজরায়েল সফরে যান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সেই ছিল কোনও ভারতীয় রাষ্ট্রপ্রধানের প্রথম ইজরায়েল সফর। পাল্টা প্রণববাবুর আমন্ত্রণে গত বছর ভারত সফরে আসেন ইজরায়েলি প্রেসিডেন্ট রুয়েভেন রিভলিন।
তার আগে ২০০৩ সালে নয়াদিল্লি এসেছিলেন ইজরায়েলের তত্কালীন প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন।
আগামী জুনে সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকনমিক ফোরামে যোগ দিতে মোদী রাশিয়া সফরে যেতে পারেন বলেও শোনা যাচ্ছে। ভারত-রাশিয়া এই সফরের দ্বিপাক্ষিক দিকগুলি নিয়ে বর্তমানে কথাবার্তা বলছে। ভারতকে এই সম্মেলনে গেস্ট কান্ট্রি অর্থাত্ অতিথি দেশ হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে। গেস্ট অব অনার হিসাবে প্রধানমন্ত্রী সেখানে থাকবেন বলে জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ।
ইতিমধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, মোদীর সফরকে বড় অগ্রাধিকার দেওয়া হচ্ছে।