কাবুল: তালিবানের হাতে অপহৃত সাত ভারতীয় ইঞ্জিনিয়ারকে উদ্ধার করতে স্থানীয় উপজাতিদের সঙ্গে সমন্বয় বজায় রাখছে আফগান প্রশাসন।


গতকাল উত্তর আফগানিস্তানের স্পর্শকাতর বাগলান প্রদেশে সাত ভারতীয় ইঞ্জিনিয়ারকে অপহরণ করে তালিবানি বন্দুকধারীরা। এদিন প্রাদেশিক পুলিশ মুখপাত্র জাবিউল্লা সুজা বলেন, আরপিজি গোষ্ঠীর অন্তর্গত কেইসি ইন্টারন্যাশনালে কর্মরত ওই ইঞ্জিনিয়াররা সেখানে বিদ্যুতের একটি সাব-স্টেশন তৈরির প্রকল্পে কাজ করছিলেন।


কাজের অগ্রগতি দেখতে যখন ইঞ্জিনিয়ারদের দল সাইটের দিকে যাচ্ছিল, সেই সময় চেশমা-এ-শের অঞ্চল থেকে তাদের অপহরণ করে তালিবান জঙ্গিরা। পুলিশকর্তা জানান, যে চালক সাত ইঞ্জিনিয়ারকে নিয়ে যাচ্ছিলেন, তিনিও নিখোঁজ।


জানা গিয়েছে, অপহৃত ভারতীয়দের মুক্তির জন্য আফগান নিরাপত্তাবাহিনী ও সেদেশের প্রশাসন চেষ্টা চালাচ্ছে। একইভাবে, চেষ্টা করছে স্থানীয় উপজাতি গোষ্ঠীগুলির মাথারা। রাজ্যের গভর্নর আব্দুল নেমাতি আশ্বস্ত করেছেন যে অপহৃতরা শীঘ্রই মুক্তি পাবেন।


এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই অপহরণের দায় স্বীকার করেনি। এই বিষয়টি নিয়ে আফগান প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছে ভারতীয় বিদেশমন্ত্রক। এর আগে ২০১৬ সালে, ভারতীয় স্বেচ্ছাকর্মী ৪০ বছর বয়সী জুডিথ ডিসুজাকে কাবুলে অপহরণ করা হয়। ৪০ দিন পর তিনি মুক্তি পান।