কাবুল: প্রায় দু’দশক পর ক্ষমতায় ফিরলেও, এখনও আন্তর্জাতিক স্তরে বৈধতা পায়নি আফগানিস্তানে (Afghanistan News) পুনরায় কায়েম হওয়া তালিবান (Taliban News) সরকার। সেই আবহে দেশের সংখ্যাসঘু হিন্দু (Hindus) এবং শিখদের (Sikhs) দেশে ফেরার আহ্বান জানালেন তালিবান নেতৃত্ব। তাঁদের দাবি, দেশের অন্দরে নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় সমস্যা মিটে গিয়েছে। নিরাপদে দেশে ফিরতে পারেন সংখ্যালঘুরা (Minorities)।
সংখ্যালঘু হিন্দু-শিখদের দেশে ফেরার আর্জি তালিবানের
গত ২৪ জুলাই, আফগানিস্তানের হিন্দু এবং শিখ পরিষদের সদস্যদের সঙ্গে জরুরি বৈঠক করেন তালিবান সরকারের প্রতিনিধি মোল্লা আবদুল ওয়াসি। ট্যুইট করেও সেই সাক্ষাতের কথা তুলে ধরে তালিবান সরকার। সেখানে আফগানিস্তান ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া শিখ এবং হিন্দুদের ফিরে আসার আহ্বান জানান তিনি। এই মুহূর্তে নিরাপ্ততা সংক্রান্ত কোনও সমস্যা নেই বলে জানায় সে দেশের সরকার।
তালিবান সরকারের বিবৃতি অনুযায়ী, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ (ISKP)-কে রুখে দিতে সফল হওয়ায় তালিবান নেতৃত্বকে ধন্যবাদ জানান হিন্দু এবং শিখ নেতৃত্ব। কাবুলে গুরুদ্বার যে হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়নি, তার জন্য তালিবান সরকারের ভূমিকার প্রশংসা করেন তাঁরা।
গত ১৮ জুন জঙ্গি সংগঠন ISKP কাবুলের কর্তে-ই-পারওয়াঁ গুরুদ্বার লক্ষ্য করে হামলা চালায়। তাতে দুই ব্যক্তির মৃত্যু হয়। মৃতদের মধ্যে ছিলেন এক শিখও।
আরও পড়ুন: Sonia Gandhi Updates: ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি-র দফতরে সনিয়া, এই নিয়ে দ্বিতীয় বার জিজ্ঞাসাবাদ
স্থানীয় সূত্রে খবর, হামলার সময় গুরুদ্বার চত্বরে ২৫ থেকে ৩০ জন উপস্থিত ছিলেন। সকালের প্রার্থনা সারতে গিয়েছিলেন তাঁরা। সেই সময়ই গুরুদ্বারে প্রবেশ করে হামলাকারীরা। ১০-১৫ জন সেই সময় গুরুদ্বার থেকে ছুটে পালিয়ে যেতে সক্ষম হন। কিন্তু গুরুদ্বারের নিরাপত্তারক্ষী আহমদ বলে একজনের মৃত্যু হয় ISKP-র হাতে।
আফগানিস্তানে সংখ্যালঘু হিন্দু এবং শিখরা লাগাতার হিংসার শিকার হয়েছেন। গত বছর অক্টোবরে, ১৫ থেকে ২০ জন জঙ্গি কর্তে-ই পরওয়াঁ গুরুদ্বারে ঢুকে পড়ে। নিরাপত্তারক্ষীর হাত-পা-মুখ বেঁধে রাখে তারা।
তার আগে, ২০২০-র মার্চ মাসে কাবুলের শর্ট বাজার এলাকায় শ্রী গুরু হর রাই সাহিব গুরুদ্বারে হামলা চালানো হয়। তাতে ২৭ জন শিখের মৃত্যু হয়। আহত হন অনেকে। সেই হামলারও দায় নিয়েছিল ইসলামিক স্টেট।
আফগানিস্তান নিরাপদ বলে দাবি তালিবানের
তবে আফগানিস্তানের তালিবান সরকার কর্তে-ই-পারওয়াঁ গুরুদ্বারের মেরামতি করে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। সেই কাজের প্রাথমিক সূচনাও হয়ে গিয়েছে বলে সে দেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। সম্প্রতি দেশের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রকের আধিকারিকরা গুরুদ্বারের ক্ষয়ক্ষতি ঘুরে দেখেন। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তাঁরা। তার জন্য ৭৫ লক্ষ আফগানি মুদ্রা খরচ করা হবে বলেও জানা গিয়েছে।