নয়া দিল্লি: ভারতের উদ্বেগ বাড়িয়ে আফগানিস্তান দখলের জন্য তালিবানকে অভিনন্দন জানাল জঙ্গি সংগঠন আল-কায়দা। মার্কিন সেনার আফগানিস্তান ছেড়ে যাওয়া আল কায়দার মতে অপমানজনক পরাজয়। ধর্মযুদ্ধে তালিবানের জয় জেহাদিদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা বলে বিবৃতিতে জানিয়েছে এই জঙ্গি সংগঠন। 


একইসঙ্গে কাশ্মীরকে ইসলাম-বিরোধীদের কবল-মুক্ত করার ডাক দিয়েছে আল কায়দা। আফগানিস্তান তালিবান দখলে চলে যাওয়ার পর থেকেই উদ্বেগ বেড়েছে ভারতের।আল-কায়দার এই বিবৃতি কাশ্মীরে জঙ্গি তত্পরতা নিয়ে আরও বেশি আশঙ্কা তৈরি করল। 


এদিকে,  মার্কিন সেনা আফগানিস্তান ছাড়লেও, প্রয়োজনে সেখানে ফের ড্রোন হামলা চালানো হবে। আইএস খোরাসানকে হুঁশিয়ারি দিল পেন্টাগন।  কাবুল হামলায় ১৩ জন মার্কিন সেনার মৃত্যুর ঘটনা স্মরণ করে পেন্টাগনের তরফে জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে যে কোনও ধরনের হামলার মোকাবিলা করা হবে। আইএস খোরাসানকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হুঁশিয়ারি, ‘তোমাদের শিক্ষা দেওয়া এখনও শেষ হয়নি। যারা আমেরিকার ক্ষতি করার চেষ্টা করবে, তাদের খুঁজে বের করে আমরা মারব, এর জন্য তোমাদের চরম মূল্য চোকাতে হবে।’


অন্যদিকে, এই প্রথম তালিবানের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করল ভারত। দোহাতে ভারতীয় রাষ্ট্রদূত দীপক মিত্তলের সঙ্গে তালিবানের বৈঠক হয়। বিদেশ নীতি, তালিবান সরকারের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গি, আটকে থাকা ভারতীয়দের পুনরুদ্ধার নিয়েও কথা হয় বলে খবর। 


সূত্রের খবর, তালিবানের অনুরোধে দোহাতে ভারতীয় দূতাবাসে দুপক্ষের মধ্যে বৈঠক হয়। আফগান নাগরিক বিশেষত সংখ্যালঘু যাঁরা ভারতে আসতে চান সেই প্রসঙ্গও আলোচনায় উঠেছে। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের নিরাপত্তা আর দ্রুত প্রত্যাবর্তনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে, তালিবান কবে সরকার গঠন করবে তা এখনও নিশ্চিত নয়। তবে জল্পনা চলছে, আফগানিস্তানে সরকার গঠনে ইরানের মডেল অনুসরণ করতে পারে তালিবান। সেক্ষেত্রে সর্বেসর্বা হবেন সুপ্রিম লিডার। সেই পদে দেখা যেতে পারে তালিবান প্রধান হিবাতুল্লাহ্ আখুন্দজাদাকে। প্রধানমন্ত্রী হতে পারেন আবদুল গনি বরাদর কিংবা মোল্লা ইয়াকুব।