কাবুল: আফগানিস্তানে তালিবানি শাসন জারি হতেই বড় সিদ্ধান্ত নিয়েছিল আন্তর্জাতিক অর্থভাণ্ডার (International Monetary Fund)। তাঁরা জানিয়ে দিয়েছিল যে আফগানিস্তানের গচ্ছিত জরুরি পুঁজি ব্যবহার করতে পারবে না তালিবান। একই পথে হাঁটল বিশ্ব ব্যাঙ্কও (World Bank)।
বিশ্ব ব্যাঙ্কের এক মুখপাত্র সংবাদসংস্থা এএফপিকে বলেন আফগানিস্তানকে আর্থিক সহায়তা স্থগিত করা হয়েছে। তালিবানের ক্ষমতা দখলের পর সেখানকার পরিস্থিতি নিয়ে, বিশেষ করে নারীর অধিকার ও সুরক্ষা নিয়ে "গভীরভাবে উদ্বিগ্ন" বিশ্ব ব্যাঙ্ক। মুখপাত্র বলেন, "আমরা আফগানিস্তানে আমাদের সমস্ত কার্যকলাপ বন্ধ করেছি। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মূল্যায়ন করছি।"
তিনি এও বলেন যে, "আফগানিস্তানের পরিস্থিতি এবং বিশেষ করে মহিলাদের জন্য দেশের উন্নয়নের সম্ভাবনার উপর প্রভাব নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।" আফগানিস্তানে তালিবানরা দ্রুত দখল নেওয়ার পর এই স্থগিতাদেশ।
অন্যদিকে, তালিবানদের হাতে যাতে ওই বিপুল পরিমাণ অর্থ না পৌঁছয়, সেজন্য ক্রমাগত আইএমএফ-এর উপর চাপ সৃষ্টি করেছে মার্কিন প্রশাসন, এমনটাই সুত্রের খবর। প্রায় ৪৬০ মিলিয়ন মার্কিন ডলার (যা ভারতীয় মূল্য অনুযায়ী প্রায় ৩ হাজার ৪১৬ কোটি টাকা) ব্যবহারে এবার রাশ টানল আন্তর্জাতিক অর্থভাণ্ডার। এমনকী মার্কিন যুক্তরাষ্ট্রও সাফ জানিয়ে দিয়েছে আমেরিকার ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা আফগান সরকারের টাকাও ব্যবহার করতে দেওয়া হবে না তালিবানদের।
তালিবানদের হাতে যাতে টাকা না পৌঁছয় তার জন্য আফগানিস্তান সেন্ট্রাল ব্যাংকের প্রায় ৭০৬ বিলিয়ন ডলারের বেশি সম্পত্তি ফ্রিজ করেছে আমেরিকা। বন্ধ রয়েছে নগদ অর্থ সরবরাহের কাজও। এদিকে এই পরিস্থিতিতে নানা সংবাদের প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, তালিবানের আফগান দখলের পর খাবারের দাম বৃদ্ধি পেয়েছে অস্বাভাবিকহারে। দেশের একাধিক এটিএমপ-এ ফুরিয়েছে টাকা। এর ফলে ইতিমধ্যেই সমস্যায় পড়েছে ৩৮ মিলিয়ন আফগান। এই মুহুর্তে রাজনৈতিক ডামাডোলের মধ্যে রয়েছে আফগানিস্তান। দেশের এই পরিস্থিতির সঙ্গে যুঝতে ভয়ঙ্কর সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাঁদের।