কাবুল: ক্ষমতায় আসার ২০ বছর পর ফের ঐতিহাসিক স্থাপত্য ধ্বংস করল তালিবান। সোশাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে সেই ভিডিও। বামিয়ান বুদ্ধের মতো এবার আফগানিস্তানের গজনি প্রদেশের গজনি গেট ধ্বংস করল তালিবান।
সূত্রের খবর, বহু প্রাচীন ওই স্থাপত্য গুঁড়িয়ে দেওয়া হয়েছে। প্রথমবার আফগানিস্তানে ক্ষমতা দখল করার পর তালিবান ধ্বংস করেছিল বামিয়ান বুদ্ধ। সাল ছিল ২০০১। বামিয়ান বুদ্ধের মতো এবার আফগানিস্তানের গজনি প্রদেশের গজনি গেট ধ্বংস করল তালিবান। তাণ্ডব চলছে অসংখ্য ঐতিহাসিক নিদর্শনে ভরপুর গজনি শহর জুড়ে, এমনটাই খবর। প্রথমবার আফগানিস্তানে ক্ষমতা দখল করার পর তালিবান ধ্বংস করেছিল বামিয়ান বুদ্ধ।
সোশাল মিডিয়ায় যে ভিডিও দেখা গিয়েছে সেখানে ক্রেনের সাহায্য এই ঐতিহাসিক গেট ধ্বংস করতে দেখা গিয়েছে। এই গেটওয়ে ছিল ইসলামি ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। এটিকে গজনি এলাকার সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে বিবেচনা করা হত।
এই গেট ভাঙার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই গেটটি তৈরি করেছিল আশরাফ গনি সরকার। কাবুল দখলের কিছুদিনের মধ্যে বামিয়ানে হাজারা নেতা আবদুল আলী মাজারির মূর্তিও ভাঙচুর করে তালিবান।
আফগানিস্তানের গুরুত্বপূর্ণ গজনি শহর দখল করে নিয়েছিল তালিবান। গজনি শহরটি গুরুত্বপূর্ণ কাবুল আর কান্দাহার জাতীয় সড়কের উপরে। দক্ষিণে তালিবানের শক্ত ঘাঁটির সঙ্গে রাজধানী কাবুলের গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক এটি।
তালিবানের ভয়াবহ অত্যাচার দেখে যখন বাকি বিশ্ব তাদের থেকে এখনও মুখ ফিরিয়ে রয়েছে, তখন সাহায্যের প্রতিশ্রুতি দিল চিন। তালিবানকে আর্থিক সাহায্যের ঢালাও প্রতিশ্রুতি দিয়েছে বেজিং। চিনের বিদেশ দফতরের মুখপাত্র জানিয়েছেন, আফগানিস্তানের পুনর্গঠনে আর্থিক সাহায্য করবে চিন। তবে সেই বিবৃতির কোথাও গণতান্ত্রিক রীতিনীতি মেনে চলা, নারী ও শিশুদের ওপর অত্যাচার বন্ধ করার কথা বলা হয়নি। সেইসঙ্গে আফগানিস্তানে বর্তমান সঙ্কটের জন্য আমেরিকাকে কাঠগড়ায় তুলেছে বেজিং।
এদিকে, কাবুল বিমানবন্দরের বাইরে এলোপাথাড়ি গুলি। দূর থেকে শোনা যাচ্ছে গুলির আওয়াজ। তালিবান ও বিদেশি বাহিনী, শূন্যে গুলি চালাচ্ছে দুই পক্ষই। বিমানবন্দরের দিকে ধেয়ে আসা ভিড় ঠেকাতেই এই গুলি। অন্যদিকে, সম্মুখসমরে না পেরে শিশুদের পণবন্দি করে দুর্ভেদ্য পঞ্জশির দখলের ছক তালিবানের। আতঙ্কে গ্রাম ছেড়ে পালালেন বহু।