কাবুল: আফগান (Afghan Women) মহিলাদের উপর ফের তালিবান (Taliban) ফতোয়া (Fatwa)। পরিবারের পুরুষ সদস্য সঙ্গে না থাকলে দূরে কোথাও যাওয়া যাবে না বলে এ বার নিদান দিল তারা। নির্দেশ উপেক্ষা করে যদি কোনও মহিলা একা বেরিয়েও পড়েন, কোনও যানবাহনে তাঁদের তোলা যাবে না বলেও নির্দেশ জারি করলেন আফগানিস্তানে ক্ষমতাসীন তালিবান কর্তৃপক্ষ।
রবিবার তালিবান সরকারের পুণ্য এবং শুচিতা রক্ষা মন্ত্রকের তরফে এমন নির্দেশিকা জারি করা হয়। তাতে বলা হয়, ’কোনও মহিলা ৭২ কিলোমিটারের বেশি দূরত্বে একা যাত্রা করতে পারবেন না। তাঁর সঙ্গে পরিবারের কোনও পুরুষ সদস্যকে থাকতেই হবে। অন্যথায় কোনও যানবাহনে উঠতে পারবেন না তিনি। কেউ তাঁকে যাবনবাহনে তুলবেও না।’
শুধু তাই নয়, ইসলামি হিজাব পরে না বাড়ির বাইরে পা রাখা মহিলাকে যানবাহনে তোলা যাবে না বলেও ফরমান জারি করেছে আফগানিস্তানের তালিবান সরকার। এমনকি যে পুরুষ সঙ্গীর সঙ্গে মহিলারা দূরে যেতে পারবেন, তাঁকে বাবা, দাদা, ভাই, কাকা, স্বামী বা সন্তানের মতো নিকট সম্পর্কের হতে হবে। দূর সম্পর্কের পুরুষ আত্মীয় হলে, তাঁর সঙ্গেও বেরোতে পারবেন না মহিলারা। দেশের সর্বত্র এই নয়া নির্দেশিকা জারি করা হয়েছে, যাতে সকল নাগরিক তা মেনে চলেন।
আরও পড়ুন: Lawyers on Genocide Call: হরিদ্বার থেকে নরসংহারের ডাক, প্রধান বিচারপতিকে চিঠি ৭৬ জন আইনজীবীর
এর আগে, মহিলা অভিনেত্রী রয়েছেন এমন সিরিয়াল সম্প্রচার করা যাবে না বলে দেশের সমস্ত টিভি চ্যানেলকে নির্দেশ দিয়েছিল তালিবান সরকারের পুণ্য এবং শুচিতা রক্ষা মন্ত্রক। টিভি চ্যানেলে কর্মরত মহিলা সাংবাদিকদের হিজাব পরাও বাধ্যতামূলক করে দেয় তারা।
এ ছাড়াও, বাস, ট্যাক্সি, রিকশায় গান বাজানো বন্ধের নির্দেশ দিয়েছে তালিবান। নিজের গাড়ি হলেও গান বাজানো যাবে না বলে জানানো হয়েছে।
আশরফ গনির সরকারকে হটিয়ে এ বছর ১৫ অগস্ট কাবুল দখল করে আফগানিস্তান। সেই সময় মহিলাদের সব ক্ষেত্রে স্বাধীনতা দেওয়ার কথা বললেও, সময় যত এগিয়েছে, ততই মহিলাদের উপর নানা রকমের বিধি-নিষেধ আরোপ করেছে তালিবান। স্কুল খুললেও, একাধিক প্রদেশে মেয়েদের স্কুলে যাওয়াও বন্ধ করা হয়েছে।