নিউইয়র্ক: প্রথমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে টুইট পোস্ট। তারপর বিধি বাম বুঝে টুইট ডিলিট করে ক্ষমা চেয়ে নেওয়া, সাফাই দেওয়া, অ্যাকাউন্ট হ্যাকড হয়েছিল। এভাবেই ট্রাম্প সংক্রান্ত বিতর্কে নাম লেখানো আন্তর্জাতিক ফুড জয়েন্ট ম্যাকডোনাল্ডস।


ম্যাকডোনাল্ডস তাদের টুইটার অ্যাকাউন্টে ট্রাম্পের উদ্দেশে লেখে, আপনি একজন খারাপ প্রেসিডেন্ট, আপনার হাতগুলোও ছোট ছোট। আমরা চাই, বারাক ওবামা ফিরে আসুন। সেই টুইট অল্প পরে মুছে দেওয়া হলেও ততক্ষণে ওই পোস্ট হাজারবার রিটুইট হয়ে গিয়েছে, সক্কলের নজরে এসেছে টুইটটি।



ম্যাকডোনাল্ডসের মুখপাত্র টেরি রিকি পরে বলেন, তাঁদের তদন্তে জানা গিয়েছে, ওই টুইটার অ্যাকাউন্ট কেউ হ্যাক করেছিল। কর্পোরেট অ্যাকাউন্ট থেকে পোস্ট হওয়া ওই টুইটের জন্য ক্ষমা চাইছেন তাঁরা।