প্যারিস:অরল্যান্ডোয় আইএস হামলার রেশ কাটার আগেই এবার প্যারিসের শহরতলিতে পুলিশ অফিসারকে কুপিয়ে খুন। পণবন্দি করে রাখা হয় পুলিশ অফিসারের স্ত্রী ও তিনবছরের শিশুকে। পুলিশের সঙ্গে মধ্যস্থতা চলাকালীন পুলিশ অফিসারের স্ত্রীকেও কুপিয়ে খুন করে অজ্ঞাতপরিচয় আততায়ী। পরে পুলিশের গুলিতে তার মৃত্যু হয়। সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, মধ্যস্থতা চলাকালীন হামলাকারী নিজেকে আইএস-এর সঙ্গে যুক্ত বলে পুলিশের কাছে দাবি করে।
আইএস-মদতপুষ্ট এক সংবাদ সংস্থাও হামলাকারীকে শাখা সংগঠনের সদস্য বলে দাবি করে। প্যারিসের শহরতলি ম্যাগনাভিলে বাড়ির সামনেই ওই পুলিশ অফিসারকে কুপিয়ে খুন করে অজ্ঞাতপরিচয় আততায়ী। পরে বাড়ির ভিতর থেকে উদ্ধার হয় ওই পুলিশ অফিসারের স্ত্রীর দেহ। দম্পতির তিন বছরের শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
অরল্যান্ডোয় আইএস হামলার ৪৮ ঘন্টার মধ্যে প্যারিসে পুলিশ অফিসারকে কুপিয়ে খুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Jun 2016 03:06 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -