সিদ্দিকের একটি অলাভজনক সংস্থাও আছে। নাম ডুরান্ড জিরগা। সেটি রেজিস্ট্রি করা হয়েছে ফ্লোরিডার পোর্ট সেন্ট লুসিতে।
শনিবারই পোস্ট করা এক ভিডিওতে নিজেকে আফগান প্রেসিডেন্ট বলে তুলে ধরেন সিদ্দিক। আগের একটি ভিডিওতে পাক সরকারের নিন্দার পাশাপাশি আফগান তালিবানের গুণগান গেয়ে তাঁকে বলতে শোনা গিয়েছে, ওয়াজিরিস্তানে আমাদের ভাইয়েরা, তালিবানের যোদ্ধা ভাইয়েরা, জাতীয় আফগান তালিবান মাথা তুলছে। ইনশাল্লাহ, ডুরান্ড লাইন ইস্যুর সমাধান হবে শীঘ্রই। শনিবার নাইটক্লাবে হামলার মাত্র কয়েক ঘণ্টা আগে সিদ্দিক অস্থায়ী আফগানিস্তান সরকার---সিদ্দিক মতিন নামে একটি ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন। তাতে সামরিক পোশাকে থাকা সিদ্দিককে বলতে শোনা যায়, অবিলম্বে হামিদ কারজাই, আশরফ গনি, জালমায় খলিলজাদ, আতমার, সায়াফকে বন্দি করতে আমি নির্দেশ দিচ্ছি ন্যাশনাল আর্মি, পুলিশ ও গোয়েন্দা শাখাকে। ওরা আমাদের দেশবাসী, দেশের শক্র। এমনকী ইউটিউবে একেবারে সাম্প্রতিক ভিডিওতে তিনি আফগান প্রেসিডেন্ট পদে নিজের প্রার্থীপদও ঘোষণা করেছেন।