নিউ ইয়র্ক:  শরণার্থীদের উপর নিষেধাজ্ঞার পর ট্রাম্প প্রশাসনের নজরে এবার বৈদ্যুতিন সরঞ্জাম। পশ্চিম এশিয়া ও মধ্য আফ্রিকার মোট ১০টি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমেরিকাগামী বিমানগুলিতে উঠলে ল্যাপটপ, আইপ্যাড, কিন্ডল, ক্যামেরার মতো বৈদ্যুতিন সরঞ্জাম কেবিনে ব্যাগেজ হিসেবে নেওয়া যাবে না। তল্লাশির পর এগুলি চলে যাবে বিমানের পেটে লাগেজ কেবিনে।

এই ১০টি বিমানবন্দরের মধ্যে রয়েছে দোহা এবং দুবাইয়ের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দরও। তবে ছাড় দেওয়া হয়েছে মোবাইল ও মেডিক্যাল সরঞ্জামে। মঙ্গলবার থেকেই বলব‍ৎ হয়েছে এই নিষেধাজ্ঞা। একই নিয়ম কার্যকর করেছে ব্রিটেনও। ব্রিটিশ প্রশাসন সূত্রে খবর,  তারাও আফ্রিকা ও পশ্চিম এশিয়ার ছ’টি মুসলিমপ্রধান দেশ থেকে বৈদ্যুতিন সরঞ্জাম নিয়ে ব্রিটেনে ঢোকার উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে।