সোমবার বিকেলে সেন্ট জোসেফে বেরিয়েন কাউন্টি আদালতের বাইরে গুলি চলে। ২ জন আদালতকর্মীর মৃত্যু হয়। গুলিবিদ্ধ হন শেরিফের সহকারি-সহ বেশ কয়েকজন। পাল্টা গুলি চালায় পুলিশও। শেরিফ পল বেইলির দাবি, গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে সন্দেহভাজন আততায়ীর। প্রশাসনের তরফে জানানো হয়েছে, মিশিগানের ওই এলাকা আপাতত বিপন্নমুক্ত।
মিশিগানে আদালত চত্বরে বন্দুকবাজের হানা, মৃত ২, পাল্টা গুলিতে মৃত্যু আততায়ীর
Web Desk, ABP Ananda
Updated at:
12 Jul 2016 03:04 AM (IST)
NEXT
PREV
মিশিগান: ফের আমেরিকায় বন্দুকবাজের হানা। মিশিগানে আদালত চত্বরের বাইরে চলল গুলি। ২ আদালতকর্মীর মৃত্যু। আহত আরও কয়েকজন।
সোমবার বিকেলে সেন্ট জোসেফে বেরিয়েন কাউন্টি আদালতের বাইরে গুলি চলে। ২ জন আদালতকর্মীর মৃত্যু হয়। গুলিবিদ্ধ হন শেরিফের সহকারি-সহ বেশ কয়েকজন। পাল্টা গুলি চালায় পুলিশও। শেরিফ পল বেইলির দাবি, গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে সন্দেহভাজন আততায়ীর। প্রশাসনের তরফে জানানো হয়েছে, মিশিগানের ওই এলাকা আপাতত বিপন্নমুক্ত।
সোমবার বিকেলে সেন্ট জোসেফে বেরিয়েন কাউন্টি আদালতের বাইরে গুলি চলে। ২ জন আদালতকর্মীর মৃত্যু হয়। গুলিবিদ্ধ হন শেরিফের সহকারি-সহ বেশ কয়েকজন। পাল্টা গুলি চালায় পুলিশও। শেরিফ পল বেইলির দাবি, গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে সন্দেহভাজন আততায়ীর। প্রশাসনের তরফে জানানো হয়েছে, মিশিগানের ওই এলাকা আপাতত বিপন্নমুক্ত।
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -