বেজিং: সীমান্তে সংঘাতের পরিবেশের মধ্যেই বৈঠকে বসলেন ভারত ও চিনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা।

বৃহস্পতিবার, চিনের রাজধানী বেজিংয়ে বসেছিল ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির এনএসএ-পর্যায়ের বৈঠক। সেখানেই চিনা এসএসএ ইয়াং জিয়েচির সঙ্গে সাক্ষাত করেন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

চিনা সংবাদমাধ্যমের দাবি, ওই বৈঠকে দ্বিপাক্ষিক, আঞ্চলিক, আন্তর্জাতিক ও বহুপাক্ষিক বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়। তাতে দ্বিপাক্ষিক সমস্যা নিয়ে বেজিং নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে। যদিও, এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা প্রকাশ করা হয়নি।

প্রসঙ্গত, ডোভাল ও ইয়াং – উভয়ই ভারত-চিন বর্ডার মেকানিজমের বিশেষ প্রতিনিধি। ফলে, ডোভালের আগমনে ডোকালামকে ঘিরে দুদেশের মধ্যে বহমান সীমান্ত সমস্যার সমাধানসূত্র মিলতে পারে বলে আশাপ্রকাশ করছে কূটনৈতিক মহল।

গত একমাস ধরে সিকিম সেক্টরে দুই সেনার মধ্যে সংঘাতের পরিবেশ তৈরি হয়েছে। ডোকালামে চিন একটি সড়ক নির্মাণ করছিল। ভারত তাতে আপত্তি জানায়। তারপর থেকেই দুদেশের মধ্যে ডোকালামকে নিয়ে চলছে তুমুল চাপানউতোর।