বেজিং: আগামী বছর চিনের আলিবাবা সংস্থার এগজিকিউটিভ চেয়ারম্যানের পদ থেকে সরে যাবেন জ্যাক মা। আজ ৫৪-তম জন্মদিনে এই ঘোষণা করেছেন তিনি। নিজের উত্তরসূরি হিসেবে সংস্থার সিইও ড্যানিয়েল ঝ্যাংয়ের নাম ঘোষণা করেছেন জ্যাক। তিনি সব কর্মীকে লেখা চিঠিতে জানিয়েছেন, আগামী বছরের ১০ সেপ্টেম্বর নয়া দায়িত্ব নেবেন ড্যানিয়েল। তবে আলিবাবার বোর্ডে থাকবেন জ্যাক।


চিনের ই-কমার্স জায়ান্ট আলিবাবা প্রাক্তন ইংরাজি শিক্ষক জ্যাকের হাত ধরে ৪২০ বিলিয়ন মার্কিন ডলারবিশিষ্ট সংস্থা হয়ে উঠেছে। শিল্পপতি হিসেবে চমকপ্রদ সাফল্য পেয়েছেন জ্যাক। তিনি চিনের কর্পোরেট আইকন হয়ে উঠেছেন। গত কয়েকদিন ধরেই তাঁর সরে যাওয়া নিয়ে জল্পনা চলছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যম জানায়, ৫৪-তম জন্মদিনে অবসরের কথা ঘোষণা করবেন জ্যাক। আলিবাবা সেই খবর অস্বীকার করলেও, শেষপর্যন্ত আজই সরে দাঁড়ানোর কথা জানিয়ে দিলেন এই শিল্পপতি।