নিউ ইয়র্ক: পিছিয়ে পড়লেন বিল গেটস। মাইক্রোসফট প্রতিষ্ঠাতাকে টপকে বিশ্বের ধনীতম ব্যক্তির শিরোপা পেলেন আমাজনের জেফ বেজোস।
শেয়ার বাজারে আমাজনের শেয়ারের দাম বেড়ে যাওয়ায় তাঁর ব্যক্তিগত সম্পত্তির আর্থিক মূল্য বেড়ে হয়েছে ৯০.৫ বিলিয়ন মার্কিন ডলার। গেটসের সম্পত্তির আর্থিক মূল্য ৯০ বিলিয়ন ডলার।
যদিও কয়েক ঘণ্টার মধ্যে আমাজনের শেয়ারের দাম পড়ে যাওয়ায় আবার দুনম্বরে নেমে যান বেজোস। এক নম্বরে উঠে আসেন বিল গেটস।
আমাজনের ১৭ শতাংশ শেয়ারের মালিক বেজোস। প্রাথমিকভাবে অনলাইন খুচরো বিক্রেতা হিসেবে শুরু হওয়া এই সংস্থা এখন ছড়িয়ে গিয়েছে ক্লাউড কম্পিউটিংয়েও। অনলাইন ভিডিও, কম্পিউটার হার্ডওয়্যার ও কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত কাজও তারা করছে।
এবার আমাজন ঠিক করেছে, রোজকার জিনিসপত্র বিক্রি করা মার্কিন সংস্থা হোল ফুডস তারা কিনে নেবে, ফলে এ ক্ষেত্রেও ছড়িয়ে পড়বে আমাজন।
গত ২২ বছরের মধ্যে ১৮ বছরই বিল গেটস বিশ্বের ধনীতম ব্যক্তির স্থান ধরে রয়েছেন। শুধু ২০১০-২০১৩-য় মেক্সিকোর টেলিকম ম্যাগনেট কার্লোস স্লিম ছাপিয়ে যান তাঁকে।
ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গও জায়গা করে নিয়েছেন বিলিয়নেয়ারদের মধ্যে।
আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস বিশ্বের ধনীতম ব্যক্তি হলেন- অল্প সময়ের জন্য
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Jul 2017 07:38 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -