নয়াদিল্লি: ফ্রেঞ্চ আল্পসের মঁ ব্লাঁ পর্বতে পাওয়া মানব দেহাবশিষ্ট সম্ভবত বহু বছর আগে দুর্ঘটনায় পড়া দুটি এয়ার ইন্ডিয়া বিমানের কোনও একটির যাত্রীদের।


ওই বিমান দুর্ঘটনা নিয়ে দীর্ঘদিন গবেষণা করছেন ড্যানিয়েল রস নামে এক ব্যক্তি। মঁ ব্লাঁর বসনস হিমবাহ ঢুঁড়ে ফেলে তিনি সন্ধান চালাচ্ছিলেন দেহাংশের। অবশেষে খোঁজ মিলেছে। বৃহস্পতিবার তিনি খুঁজে পেয়েছেন একটি হাত ও একটি পায়ের ঊর্ধ্বাংশ।

১৯৬৬-র জানুয়ারি মাসে এয়ার ইন্ডিয়ার একটি বোইং ৭০৭ বিমান মুম্বই থেকে নিউ ইয়র্ক যাওয়ার পথে মঁ ব্লাঁয় ভেঙে পড়ে। মারা যান ১১৭ জন।

এর আগে ১৯৫০-এ ওই এলাকায় ভেঙে পড়ে আর একটি এয়ার ইন্ডিয়া বিমান। প্রাণ হারান ৪৮ জন।

রসের ধারণা, যে দেহাংশ তিনি পেয়েছেন তা সম্ভবত বোইং ৭০৭-এর কোনও মহিলা যাত্রীর। ওই বিমানের চারটি জেট ইঞ্জিনের একটি খুঁজে পেয়েছেন তিনি।

ওই দেহাংশ হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়েছে, বিশেষজ্ঞরা তা পরীক্ষা করে দেখছেন। তবে ওই হাত ও পায়ের টুকরো ভিন্ন ভিন্ন ব্যক্তির বলে মনে করা হচ্ছে।

১০ দিন আগে সুইস আল্পসের এক শুকিয়ে আসা হিমবাহের কাছে দুটি দেহ কাছাকাছি পড়ে থাকতে দেখা যায়। ডিএনএ পরীক্ষায় জানা যায়, মৃতরা হলেন স্থানীয় এক মুচি ও তাঁর স্কুল শিক্ষিকা স্ত্রী। আল্পসে ৭৫ বছর আগে নিখোঁজ হয়ে যান তাঁরা।