হামবুর্গ: জার্মানির হামবুর্গ শহরের একটি শপিং মলে গতকাল ছুরি নিয়ে হামলা চালায় যে ব্যক্তি, সে কট্টর ইসলামপন্থী হিসেবে পরিচিত ছিল। এমনই জানালেন এই বন্দর শহরের অভ্যন্তরীণ মন্ত্রী অ্যান্ডি গ্রোট। তিনি বলেছেন, ওই ব্যক্তি কট্টরপন্থী হলেও, সে জিহাদি ছিল না। তার মানসিক সমস্যা ছিল বলেও জানা গিয়েছে। তবে এই হামলার কারণ মৌলবাদ বলেই প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। যদিও আসলে কী কারণে ওই ব্যক্তি হামলা চালাল, সেটা এখনও স্পষ্ট নয়।
হামবুর্গ পুলিশের মুখপাত্র ক্যাথরিন হেনিংস বলেছেন, ২০ সেন্টিমিটার লম্বা একটি রান্নাঘরে ব্যবহারের ছুরি নিয়ে গতকাল সুপারমার্কেটে ঢুকে পড়ে ওই ব্যক্তি। তার হামলায় ৫০ বছর বয়সি এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সুপারমার্কেট থেকে পালানোর চেষ্টা করার আগে দু জনকে জখম করে। পালানোর সময় আরও কয়েকজন তার ছুরির আঘাতে জখম হন। তবে সাধারণ মানুষই তাকে তাড়া করে ধরে ফেলেন।
হামবুর্গে হামলাকারী কট্টর ইসলামপন্থী হিসেবে পরিচিত ছিল, জানাল সরকার
Web Desk, ABP Ananda
Updated at:
29 Jul 2017 05:09 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -