হেলেনা: মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রেন দুর্ঘটনা। উত্তর-মধ্য মন্টানায় লাইনচ্যুত হয়ে গেল আমট্রাক ট্রেন। এই দুর্ঘটনায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দুর্ঘটনার তদন্ত করা হবে।  


লিবার্টি কাউন্টির শেরিফের দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর বহু যাত্রী আটকে পড়েন। বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে মোট কতজন আহত হয়েছেন, সেটা এখনও পর্যন্ত স্পষ্টভাবে বলা যাচ্ছে না। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, সেটা এখনও জানা যায়নি।


আমট্রাকের পক্ষ থেকে জানানো হয়েছে, এম্পায়ার বিল্ডার ট্রেনটি শিকাগো থেকে শিটলে যাচ্ছিল। ট্রেনটিতে ১৪৭ জন যাত্রী এবং ১৬ জন কর্মী ছিলেন। জপলিন অঞ্চলের কাছে ট্রেনটির ১০টি কামরার মধ্যে সাতটি লাইনচ্যুত হয়ে যায়। এই দুর্ঘটনার জেরে কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে এবং কয়েকটি ট্রেনের যাত্রাপথে বদল আনা হয়েছে।


মন্টানার বিপর্যয় মোকাবিলা ও জরুরি পরিষেবা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দুর্ঘটনায় ৫০ জনেরও বেশি আহত হয়েছেন।


সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, রেল লাইনের বাইরে কয়েকটি কামরা পড়ে আছে। তার পাশেই দাঁড়িয়ে আছেন যাত্রীরা। ছড়িয়ে-ছিটিয়ে আছে যাত্রীদের মালপত্র।


এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হঠাৎ যে এভাবে ট্রেনের কামরাগুলি লাইনচ্যুত হয়ে যাবে, সেটা কেউ ভাবতেই পারেননি। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, সেটা বোঝা যাচ্ছে না। দুর্ঘটনার কিছুক্ষণ পরেই বিপর্যয় মোকাবিলা ও জরুরি পরিষেবা দফতরের কর্মীরা উদ্ধারকার্য শুরু করেন। তবে দুর্ঘটনার জেরে রেল পরিষেবা ব্যাহত হয়েছে।


আমট্রাকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘এই দুর্ঘটনায় অন্তত তিনজন প্রাণ হারিয়েছেন। বেশ কয়েকজন যাত্রী ও ট্রেনের কর্মী আহত হয়েছেন। আমরা এই ঘটনায় গভীরভাবে দুঃখিত। স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। বাকিদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।’