ওয়াশিংটন: রাষ্ট্রপুঞ্জের মঞ্চে আফগানিস্তান(Afghanistan) প্রসঙ্গে টেনে ফের পাকিস্তানকে(Pakistan) নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। বার বার বুঝিয়ে দিলেন আফগানিস্তানের মাটি সন্ত্রাসবাদে ব্যবহার করতে পারে 'কুচক্রীরা'। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের দরবারে সুযোগের সদ্ব্যবহার করেছেন মোদি।
এদিন রাষ্ট্রপুঞ্জে প্রধানমন্ত্রী বলেন, ''আফগানিস্তানের মানুষ, নারী, শিশু ও সংখ্যালঘুদের এখন সাহায্যের প্রয়োজন। তাদের সাহায্য দিয়ে আমাদের কর্তব্য পালন করতে হবে। পাশাপাশি নজর রাখতে হবে আফগানিস্তানের স্পর্শকাতর পরিস্থিতির কেউ যেন সুযোগ নেওয়ার চেষ্টা না করে। এই মাটি যেন কেউ নিজের স্বার্থের জন্য ব্যবহার করে না। সেই বিষয়টাও আমাদের নিশ্চিত করতে হবে।'' স্বাভাবিকভাবেই মোদির তির যে পাকিস্তানের দিকে তা বুঝতে অসুবিধা হচ্ছে না আন্তর্জাতিক কূটনৈতিক মহলের।
এই বলেই অবশ্য থেমে থাকেননি প্রধানমন্ত্রী।আজ রাষ্ট্রপুঞ্জের অধিবেশনে ভাষণে নরেন্দ্র মোদি (Narendra Modi) বলেন, "দেড় বছর ধরে মহামারীর মোকাবিলা করছে গোটা বিশ্ব। মহামারীতে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। এমন মহামারী গত ১০০ বছরে হয়নি। আমি গণতন্ত্রের পীঠস্থানের প্রতিনিধিত্ব করছি। বৈচিত্রের মধ্যে ঐক্যই ভারতের ঐতিহ্য। গৃহহীনদের জন্য ৩ কোটি পাকা ঘর তৈরি করেছে ভারত। ৩৬ কোটির বেশি মানুষকে বিমার আওতায় এনেছে ভারত। ৭ বছরে ৪৩ কোটি মানুষের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা হয়েছে। ৫০ কোটির বেশি মানুষ বিনামূল্যে চিকিত্সা করানো হয়েছে। উন্নয়নের পথে দ্রুত এগিয়ে চলেছে ভারত।"
এদিন রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় প্রধানমন্ত্রী মুখে শোনা যায় 'মেক ইন ইন্ডিয়ার' ডাক। প্রধানমন্ত্রী বলেন, ''আমি আজ পৃথিবীর সমস্ত ভ্যাকসিন প্রস্তুতকারকদের আমন্ত্রণ করছি, আপনারা আসুন। এসে ভারতে ভ্যাকসিন তৈরি করুন। আজ আমরা সকলেই জানি, মানব জীবনে টেকনোলজির গুরুত্ব কতটা। কিন্তু বদলে চলা পৃথিবীর সঙ্গে এটির গণতান্ত্রিক মূল্যবোধও সুনিশ্চিত করা উচিত।''
আরও পড়ুন : Kanhaiya Kumar: ২৮ সেপ্টেম্বর 'হাত' ধরছেন কানহাইয়া, জিগনেশ! লক্ষ্য ২০২৪
আরও পড়ুন : Mamata Banerjee: 'আমি যেখানেই যাব সেখানেই বাধা, নিজেরা এদিক-ওদিক ঘুরবে', রোম যাত্রা বাতিলে মোদিকে তোপ মমতার