বাগদাদ: ইরাকে জঙ্গি সংগঠন আইএসের বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন কুর্দিস্তানের মহিলারা। এই মহিলা ব্রিগেডের মুখ আসিয়া রামজান অন্তার জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানেই মারা গেলেন। হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে তাঁর মুখের মিল ছিল। তাই আসিয়া কুর্দিস্তানের অ্যাঞ্জেলিনা জোলি নামেই পরিচিত ছিলেন।
আসিয়া কুর্দিস্তানের স্বাধীনতা সংগ্রামের জন্য গঠিত প্রমীলা-বাহিনীর সদস্য ছিলেন। যুদ্ধের ভয়াবহতার মধ্যেও জীবনের সৌন্দর্যকে হারিয়ে যেতে দেননি তিনি।
কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিট (ওয়াইপিজি)-র মহিলা সংগঠন উইমেন্স প্রোটেকশন ইউনিট (ওয়াইপিজি)-র ২২ বছরের সদস্য আসিয়া উত্তর সিরিয়ায় আইএস জঙ্গিদের সঙ্গে তীব্র লড়াইয়ে মারা যান বলে খবর।



কুর্দিস্তানের মহিলা যোদ্ধারা মেকাপ করেই যুদ্ধের ময়দানে যান। আসিয়াও এর ব্যতিক্রম ছিলেন না।
কুর্দিস্তানের মহিলা বাহিনীতে ১৫ থেকে ৪০ বছরের প্রায় ৭ হাজার সদস্য রয়েছেন। ব্রিটিশ সেনা তাঁদের প্রশিক্ষণ দেয়।