দুবাই:  দুবাইয়ের বুর্জ খলিফা বিশ্বের সবচেয়ে উঁচু ইমারত।  এই ভবনের চূড়োয় ওঠা তো দূরের কথা, এর উচ্চতা দেখলেো অনেকের মাথা ঘুরে যায়। কিন্তু হলিউড তারকা উইল স্মিথ স্মিথ বুর্জ খলিফার চূড়োয় দাঁড়ানোর সাহস দেখালেন। শুধু তাই নয়, সুউচ্চ ওই ইমারতের চূড়োয় দাঁড়িয়ে ছবিও তুললেন উইল স্মিথ।


হলিউড তারকা উইল স্মিথ বিশ্বের এই সবচেয়ে উঁচু ভবনের চূড়োয় উঠে পড়লেন এবং তাঁর এই সময়ে ছবি ইন্টারনেটে নিমেষের মধ্যে ভাইরাল হয়ে গেল। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, উইল স্মিথ একটি ইউটিউব চ্যানেলের জন্য এমন দুঃসাহসী কাজ করেছেন। উইল স্মিথ চ্যানেলের একটি শো বেস্ট শেপ অফ মাই লাইফ-এর একটি পর্বের শ্যুটিংয়ের জন্য বুর্জ খলিফার চূড়োয় উঠে পড়েন। যদিও বেশ কয়েকজন বিশেষজ্ঞর সহায়তা ও নজরদারিতেই তিনি এই কাজ করেছেন।


বুর্জ খলিফার চূড়োয় উঠে উইল স্মিথ বেশ কিছু ছবিও তুলেছেন। তাঁর ছবি তোলা হয়েছে ড্রোনের মাধ্যমে। ছবিগুলিতে দেখা গিয়েছে, হলিউড তারকা উইল স্মিথ বুর্জ খলিফার একেবারে চূড়োয় দাঁড়িয়ে রয়েছেন। এই সময় তাঁর চোখে মুখে ভয় বা উদ্বেগের চিহ্ন বা ঘাম দেখা যায়নি। বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফার চূড়োয় দাঁড়িয়ে তোলা হলিউড তারকা উইল স্মিথের ছবি সোশাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। হলিউড তারকার অনুরাগীরা সোশাল মিডিয়ায় জমিয়ে তাঁদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। হলিউড তারকার এই দুঃসাহসী কাজ সম্পর্কে তাঁদের মতামত ব্যক্ত করছেন। উইল স্মিথের এই কাজে রীতিমতো অবাক হয়ে গিয়েছেন তাঁর অনুরাগীরা।


উল্লেখ্য, বুর্জ খলিফা ভবন ১৬০ তলার। এর উচ্চতা ২,৭২২ ফুট। প্রতিবেদন অনুসারে, হলিউড তারকা উইল স্মিথের এই বিল্ডিয়ের চূড়োয় উঠতে সময় লেগেছে প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিট। শুধু তাই নয়, বুর্জ খলিফার চূড়োয় শ্যুট করা ভিডিও তৈরি করতে তাঁর প্রায় পাঁচ ঘণ্টা সময় লেগেছে। আপাতত তাঁর বুর্জ খলিফার চূড়োয় দাঁড়িয়ে তোলা ছবি সবার নজর কেড়ে নিয়েছে।