ম্যানিলা: ফিলিপিনসের ম্যানিলায় আসিয়ান বৈঠকে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় এলাকার দিকে মুখ ফেরাল ভারত। আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে হাত মিলিয়ে দিল্লি একটি কোয়াড্রিল্যাটারাল বা চতুর্ভুজ গড়ে তোলার পথে হাঁটছে।

ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ৪ দেশেরই কিছু না কিছু স্বার্থ জড়িত। এ নিয়ে আলোচনা করতে বৈঠকে বসে ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়া। যদিও বিদেশমন্ত্রক বিষয়টিকে বেশি গুরুত্ব দিতে চায়নি। তারা বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিপাক্ষিক বৈঠকের আগে হওয়া এই বৈঠকের বিশেষ গুরুত্ব নেই।

এর মধ্যে ম্যানিলার ভারতীয় সমাজের এক সমাবেশে মোদী তাঁদের ভারতের অ-সম্প্রসারণবাদী মতাদর্শের কথা স্মরণ করিয়ে দেন, বলেন, গত ৫,০০০ বছরে ভারত কখনও কারও ওপর হামলা চালায়নি। মহাত্মা গাঁধীর দেশ হিসেবে সব সময় বিশ্বে শান্তি রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে তারা।

ফিলিপিনসের এই আসিয়ান সমাবেশে যোগদান মোদী সরকারের অ্যাক্ট ইস্ট পলিসিতে উল্লেখযোগ্য সংযোজন। শাসনকালের প্রথম ৩ বছরে আসিয়ান অন্তর্ভুক্ত ১০টি দেশেই সফর করেছেন প্রধানমন্ত্রী। এই এলাকায় চিনা আগ্রাসন ঠেকাতে স্থল ও সমুদ্রপথে নতুন নতুন সমমনস্ক বন্ধুর সন্ধানে রয়েছে দিল্লি।