নিউ ইয়র্ক: আরব সাগরের জলস্তর তিনগুণ বাড়ায় ২০৫০ সালের মধ্যে ভেসে যাবে মুম্বই। এমনই জানাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকরা। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘নিউ জার্সির বিজ্ঞান বিষয়ক একটি সংস্থা ‘ক্লাইমেট সেন্ট্রাল’ সমুদ্রের জলস্তর বৃদ্ধি নিয়ে যে গবেষণা করেছে, সেটি ‘নেচার কমিউনিকেশনস’ নামক একটি সাময়িক পত্রিকায় প্রকাশিত হয়েছে। সেই গবেষণাপত্রে বলা হয়েছে, উপগ্রহের মাধ্যমে সমুদ্রের জলস্তর বাড়ার বিষয়টি পর্যবেক্ষণ করা হয়েছে। তাতে দেখা গিয়েছে, পরিস্থিতি মোটেই ইতিবাচক নয়। আগামী ৩০ বছরের মধ্যে সমুদ্রের জলস্তর বেড়ে যাওয়ার ফলে বিপদে পড়বেন অন্তত ১৫ কোটি মানুষ। মুম্বই ভেসে যাওয়ার আশঙ্কা রয়েছে।’

জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের বিভিন্ন জায়গায় প্রাকৃতিক পরিবর্তন দেখা যাচ্ছে। বদলে যাচ্ছে আবহাওয়া। বিভিন্ন পর্বতমালা, এমনকী মেরু অঞ্চলগুলিরও বরফ গলে যাচ্ছে। এর ফলেই সমুদ্রের জলস্তর বাড়ছে। একাধিক গবেষণায় এ বিষয়ে উদ্বেগপ্রকাশ করা হয়েছে। এবার মুম্বই ভেসে যাওয়ার আশঙ্কা প্রকাশ করলেন গবেষকরা।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের আধিকারিক ডায়না আয়োনেস্কো জানিয়েছেন, ‘আমরা বিপদসঙ্কেত দেওয়ার চেষ্টা করছি। আমরা জানি, সমুদ্রের জলস্তর বৃদ্ধির ফলে বিপদ ঘনিয়ে আসছে। বহু মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে যাওয়ার কাজ শুরু করতে হবে। কিন্তু কোনও দেশই এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে না।’