মস্কো:  রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার আগে প্রয়োজনীয় হোমওয়ার্কটা না করা নিয়ে হয়ত আক্ষেপ করছেন ন্যাশনাল ব্রডকাস্টিং কোম্পানি (এনবিসি)-র সাংবাদিক মেগিন কেলি। ওই অনুষ্ঠানে কেলি মোদীকে জিজ্ঞাসা করে বসেন, ‘আপনি কি ট্যুইটারে আছেন?’ তাঁর এই প্রশ্ন ঘিরেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। নেটিজেনরা এই বিশিষ্ট সাংবাদিকের ‘অজ্ঞতা’ নিয়ে প্রশ্ন তুলেছেন।

সেন্ট পিটার্সবার্গে কনস্টানটিন প্যালেসে রাশিয়ার প্রেসেডিন্ট ভ্লাদিমির পুতিন ও প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আলাপচারিতা দিয়ে কেলি তাঁর নতুন অনুষ্ঠান শুরু করেন।





টিভিতে আনুষ্ঠানিক আলাপচারিতা শুরু হওয়ার আগে কেলি মোদী ও পুতিনকে স্বাগত জানান। তিনি যখন স্বাগত জানাচ্ছিলেন তখন মোদী তাঁকে বলেন, ‘ছাতা সহ আপনার ট্যুইটটা আমি দেখেছি’।






সঙ্গে সঙ্গে কেলি বলেন, ‘সত্যি! আপনি দেখেছেন? আপনি কি ট্যুইটারে আছেন?’

কেলির এই প্রশ্ন শুনে হতবাক হয়ে যান মোদী। প্রধানমন্ত্রী বিষয়টি হাল্কাভাবে নিয়ে কেলির অজ্ঞতা উপেক্ষা করার চেষ্টা করেন। তিনি কেলির প্রশ্নের কোনও উত্তর না দিয়ে হাসতে থাকেন।

প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্ব দিতে না চাইলেও সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা কেলির সমালোচনায় মুখর হন। তাঁরা ওই সাংবাদিকের জ্ঞানগম্যি নিয়েও প্রশ্ন তুলেছেন।

কেউ কেউ মনে করিয়ে দিয়েছেন, বিশ্বের নেতাদের মধ্যে  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর ট্যুইটারে ফলোয়ার সংখ্যার নিরিখে  দ্বিতীয় স্থানে রয়েছেন মোদী। ট্যুইটারে মোদীর ফলোয়ার সংখ্যা ৩ কোটি।