ওয়াশিংটন: হোয়াইট হাউসের সামনে বন্দুকধারীকে গুলি মার্কিন সিক্রেট সিকিউরিটি সার্ভিস এজেন্টের।

এক আধিকারিক জানিয়েছেন, গতকাল স্থানীয় সময় ৩ টে ৬ মিনিট নাগাদ হোয়াইট হাউসের সামনে দেখা যায় এক বন্দুক ধারীকে। নিরাপত্তারক্ষীরা তাঁকে থেমে যাওয়ার নির্দেশ দেয়। বন্দুক ফেলে দিতে মৌখিকভাবে নির্দেশ দেয় তারা। কিন্তু তা অগ্রাহ্য করে সে। তখনই তাকে একবার গুলি করে নিরাপত্তারক্ষীরা। হেফাজতে নেওয়া হয়েছে ওই ব্যক্তিকে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রটি।

ঘটনাটির পরই অতিরিক্ত সতর্কতায় মুড়ে ফেলা হয় গোটা এলাকা। ঘিরে ফেলা হয় হোয়াইট হাউস। বন্ধ করে দেওয়া হয় দরজাগুলি। হোয়্যাইট হাউসের উপর থেকেও চলে নজরদারি।

উল্লেখ্য, ঘটনার সময় হোয়াইট হাউসের অন্দরে ছিলেন না মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সেইসময় অ্যান্ড্রুস এয়ারফোর্স বেস-এ গল্ফ খেলতে গিয়েছিলেন তিনি। কিন্তু ভিতরে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জো বিডেন। অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয় চত্বরে।

পুলিশ জানিয়েছে, তল্লাশির সময় ওই ব্যক্তির গাড়ি থেকে মিলেছে একটি .২২ ক্যালিবার অস্ত্র। এই ঘটনার সঙ্গে কোনও সন্ত্রাসমূলক ঘটনার যোগ নেই বলেই প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। তবে কী কারণে হোয়াইট হাউস চত্বরে বন্দুক নিয়ে ঘুরছিলেন তিনি, তা-র তদন্ত চলছে।